বাউফল আ’লীগ কার্যালয়ে ১৪৪ ধারা জারি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, মে ৬, ২০২২ বাউফল আ’লীগ কার্যালয়ে ১৪৪ ধারা জারি নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘জনতা ভবন’ ১৪৪ ধারা জারি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমিন স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত জনতা ভবনের ৫০০ বর্গ গজের মধ্যে কোন ব্যক্তির অনুপ্রবেশ, সমাবেশ, মিছিল, সভার আয়োজন, বাদ্যযন্ত্র বাজানো, প্রচারণা ও বিস্ফোরক দ্রব্য বহন ইত্যাদি কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই সময় একই স্থানে আওয়ামী লীগের দুই গ্রুপ সংবাদ সম্মেলনের আয়োজন করায় শান্তি ভঙ্গের আশংকা করে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসম ফিরোজ এমপির সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদারের বিরোধ চলছে। তাদের উভয় গ্রুপ একাধিকবার পাল্টাপাল্টি কর্মসূচির আয়োজন করে। এ বিষয় নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ফরিদ উদ্দিন বলেন, আবদুল মোতালেব হাওলদার বিভিন্ন কর্মসূচিতে সংগঠন বিরোধী বক্তব্য দেয়ার প্রতিবাদে জনতা ভবনে শুক্রবার সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় মিডিয়া কর্মীদের কাছে চিঠি পৌঁছে দেয়ার কয়েক ঘন্টা পরই আবদুল মোতালেব হাওলাদার একই স্থানে সংবাদ সম্মেলনের ঘোষণা দেন। আব্দুল মোতালেব হাওলাদার সাংবাদিকদের বলেন, বিভিন্ন ভাবে আমার ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা চলছে। তাই শুক্রবার সংবাদ সম্মেলনের সিদ্ধান্ত নিয়েছি। ইউএনও মো. আল আমিন বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। উভয়পক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করেছি। পৃথক ভাবে সংবাদ সম্মেলনের পরামর্শ দিয়েছি। কিন্তু উভয় পক্ষ তাদের সিদ্ধান্তে অটল থাকায় ১৪৪ ধারা জারি করতে বাধ্য হয়েছি। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন বলেন, জনতা ভবনের আশপাশে আইন-শৃংখলা নিয়ন্ত্রণের জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। Share this:FacebookX Related posts: বাউফলে মেছো বাঘ আটক বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার হানা বাউফল হাসপাতালে ডায়রিয়ায় শিশু মৃত্যুর অভিযোগ লালমোহনে প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ মির্জাগঞ্জে ২ বছরেও শেষ হয়নি সড়ক নির্মানের কাজ ভোগান্তিতে এলাকাবাসী লালমোহন উপজেলা ‘বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন’ এর কমিটি গঠন বরিশালে ভুয়া ডাক্তার-মাদক ব্যবসায়ীসহ আটক চার গৌরনদীতে নারীর প্রতি সহিংসতা রোধে প্রচারাভিযান মির্জাগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ,২ জনকে কুপিয়ে জখম মির্জাগঞ্জে ভাসমান বেডে সবজি চাষে সফল কৃষক শাহাজাদা বাউফলে চড়া দামে সীম কার্ড বিক্রির অভিযোগ মাছ ধরতে গিয়ে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার SHARES Matched Content দেশের খবর বিষয়: ১৪৪ ধারা জারিআ’লীগ কার্যালয়েবাউফল