মির্জাগঞ্জে ৩ লাখ টাকার অবৈধ জাল জব্দ

প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২০

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জের শ্রীমন্ত নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৬টি অবৈধ বেহুন্দী জাল ও ৪ টি চরগড়া জাল জব্দ করা হয়েছে।

মির্জাগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বৃহঃবার (২৩ জুলাই) সকাল ০৮ টা থেকে বেলা ১১.৩০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। জব্দ করা জালের বাজার মূল্য ৩ লক্ষ টাকা। জব্দ জালগুলো উপজেলা চত্বরে বসে পুড়িয়ে ফেলা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো:জাহাঙ্গীর মিয়া ,মির্জাগঞ্জ থানার এএসআই মোঃ মাকসুদসহ উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এ ব্যাপারে, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর মিয়া জানান, উপজেলার শ্রীমন্ত নদীতে অভিযান চালিয়ে মালিকবিহীন ৬ টি অবৈধ বেহুন্দী জাল ও ৪ টি চরগড়া জাল জব্দ করা হয়েছে। উপজেলার সকল নদ-নদীতে নিয়মিত আমাদের এ অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।