গৌরীপুরের সাংবাদিক শামীম খান করোনামুক্ত

প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২০

কমল সরকার, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর পৌরশহরের নতুন বাজার এলাকার বাসিন্দা, দৈনিক খবরের গৌরীপুর উপজেলা প্রতিনিধি ও গৌরীপুর প্রেস ক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক শামীম খান এর ৮সেপ্টেম্বর করোনা পরীক্ষায় পজেটিভ ধরা পড়ে। ডাক্তারের পরামর্শ ক্রমে তিনি ১৪ দিন নিজ বাসভবনে হোম কোয়ারেন্টাইনে অবস্থান করেন।

পরে তিনি ২২ সেপ্টেম্বর মঙ্গলবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে পুনরায় পরীক্ষা করোনোর পর তার নেগেটিভ এসেছে। ২৩ সেপ্টেম্বর বুধবার এ তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রবিউল ইসলাম। করোনামুক্ত সাংবাদিক শামীম খান সকলের দোয়া কামনা করেছেন।