কর্মস্থলে ফিরেছেন টিটিই শফিকুল ইসলাম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:১৮ অপরাহ্ণ, মে ৯, ২০২২ নিজস্ব প্রতিবেদক : অনানুষ্ঠানিকভাবে কর্মস্থলে উপস্থিত হয়েছেন পাকশী রেল বিভাগের টিটিই শফিকুল ইসলাম। পুনর্বহালের অফিস আদেশের খবর পেয়ে সোমবার (৯ মে) সকাল থেকে অফিসে অবস্থান করছেন তিনি। শফিকুল ইসলাম জানান, ঊর্ধ্বতন এসআরআইটি (সিনিয়র ইন্সপেক্টর অব ট্রেইন) বরকতুল্লাহ আলামিনের কাছ থেকে ডিআরএম অফিস থেকে দেওয়া কন্ট্রোল অর্ডারের (নং ২৮৬, তাং ৮ মে-২০২২) কথা জানি। এরপর সকালে অফিসে উপস্থিত হই। পত্রটি অফিসে পৌঁছানোর পর অনানুষ্ঠানকিভাবে ডিউটি শুরু করবো। তিনি জানান, ডিআরএম শহীদুল ইসলাম রবিবার দুপুর ১২টায় গণমাধ্যমের কাছে আমাকে পুনর্বহালের ঘোষণা দেন। এছাড়া কাজে যোগ দেওয়ার কন্ট্রোল অর্ডার নম্বরটিও ঊর্ধ্বতন কর্মকর্তা মৌখিকভাবে জানিয়েছেন। তাই কর্মস্থলে উপস্থিত হয়েছি। এর আগে রেলমন্ত্রীর তিন আত্মীয়কে জরিমানা করে সাময়িক বরখাস্ত হওয়া টিটিই শফিকুল ইসলামকে রবিবার (৮ মে) দায়িত্বে পুনর্বহাল করা হয়। পাকশী বিভাগীয় রেলওয়ে কর্মকর্তা (ডিআরএম) শাহীদুল ইসলাম আদেশ দেন। একই সঙ্গে তদন্ত কাজ অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন। এক্ষেত্রে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় তিন কার্যদিবসের জায়গায় পাঁচ কার্যদিবস করা হয়েছে। পাবনার ঈশ্বরদী রেল জংশন থেকে বৃহস্পতিবার দিবাগত রাতে (৫ মে) টিকেট ছাড়া ট্রেনে ওঠেন ‘রেলপথমন্ত্রীর আত্মীয়’ পরিচয়দানকারী তিন যাত্রী। টিকেট না কাটলেও তারা রেলের এসি কেবিনের সিট দখল করেন। এতে রেলের ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) তাদের জরিমানা করেন। পরে ‘রেলপথমন্ত্রীর আত্মীয়’ পরিচয়দানকারী ওই তিন যাত্রী তাদের সঙ্গে অসদাচরণ করা হয় বলে রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষর কাছে অভিযোগ করেন। এতে বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করে রেল কর্তৃপক্ষ। Share this:FacebookX Related posts: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ধর্ষণের মামলায় যুবক গ্রেফতার আত্রাইয়ে কিশোরীদের স্বাস্থ্য বিষয়ক কর্মশালা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত-২ আত্রাইয়ে সময়ের বিবর্তনে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী পাল তোলা নৌকা আত্রাইয়ে সব প্রবেশ দ্বারে থার্মাল স্ক্যানার সিরাজগঞ্জে যমুনার পানি ফের বিপদসীমার ওপরে আত্রাইয়ে মাতৃত্বকালীন ভাতার চেক বিতরণ যমুনায় ড্রেজারের বলগেটের ধাক্কায় যাত্রী বোঝাই নৌকা বিধ্বস্ত, ২০ জন যাত্রী উদ্ধার যুবলীগ কর্মী শাকিল হত্যার ঘটনায় স্বামী, স্ত্রী ও ছেলে গ্রেফতার গৃহবধূর চুল কেটে নির্যাতন, স্বামী-শাশুড়ী গ্রেফতার পিকআপ চাপায় নিহত ২ হিন্দুদের নিরাপত্তা দেন, না হয় বিষ দেন SHARES Matched Content দেশের খবর বিষয়: কর্মস্থলেটিটিই শফিকুল ইসলামফিরেছেন