যমুনায় ড্রেজারের বলগেটের ধাক্কায় যাত্রী বোঝাই নৌকা বিধ্বস্ত, ২০ জন যাত্রী উদ্ধার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২০ অনলাইন ডেস্ক : সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনায় অবৈধ ড্রেজারের বালু বাহী বলগেটের ধাক্কায় যাত্রী বোঝাই একটি নৌকা বিধ্বস্ত হয়েছে। এসময় আহত ২০ জন যাত্রী কোন রকমে সাঁতরীয়ে তীরে উঠে আসতে সক্ষম হলেও তাদের জিনিসপত্র সহ নৌকাটি নদীতে তলিয়ে যায়। এতে আহত ৩ জনকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, উৎপাদিত দুধ, সবজি ও অন্যান্য জিনিসপত্র এনায়েতপুর থানার বেতিল বাজারে বিক্রি শেষে মঙ্গলবার দুপুর ২টার দিকে অন্তত ২০ জন যাত্রী নিয়ে আমজাদ হোসেনের নৌকাটি নয়াপাড়া চরে ফিরছিল। তখন নৌকাটি এনায়েতপুর স্পার বাধ অতিক্রম কালে বিপরীত দিক থেকে আসা অবৈধ ড্রেজার দিয়ে নদী থেকে উত্তোলন করা বালু বোঝাই বলগেট নৌকাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই যাত্রী বাহী নৌকাটি বিধ্বস্ত হয়ে ডুবে যায়। কেউ-কেউ তখন কোন রকমে প্রাণ বাঁচিতে তীরে সাঁতরীয়ে উঠে আসেন। আর অন্যদের স্থানীয়রা উদ্ধার করে। এর মধ্যে গুরুতর আহত শিশু, গৃহবধূ ও এক বৃদ্ধকে বেতিলের বেসরকারি ড্যাফোডিল ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নৌকার কয়েকজন যাত্রী জানান, স্পার বাধ পাড় হবার সময়ে হঠাৎ করে সাইরেন না বাজিয়ে আমাদের নৌকাটিকে ধাক্কা দিলে সাথে-সাথে ভেঙ্গে তলিয়ে যায়। এতে নৌকার সব যাত্রী আহত হয়। নৌকায় থাকা লাখ টাকার মালামালও তলিয়ে যায়। এদিকে ক্ষতিগ্রস্ত আমজাদ মাঝির ভাই স্থল ইউনিয়নের সাবেক মেম্বর আশরাফুল ইসলাম জানান, দুর্ঘটনায় কেউ মারা না গেলেও অন্তত ৩ লাখ টাকা ক্ষতি হয়েছে। এর জন্য পুরো দায়ী অবৈধ বালু ড্রেজারের বলগেট নৌকা। আমরা তাদের শাস্তি চাই। এনায়েতপুর থানার ওসি মোল্লা মাসুদ পারভেজ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের চেষ্টা চলছে। উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে এলাকাবাসীর বাধা ও অভিযোগ থাকা সত্যেও এনায়েতপুরের আশপাশের যমুনা নদী থেকে স্থানীয় একটি চক্র অবৈধ ড্রেজার দিয়ে কোটি-কোটি টাকার বালু উত্তোলন করছে। আর এর মধ্যেই তাদের ড্রেজারের ধাক্কায় একটি নৌ দুর্ঘটনা ঘঠলো। Share this:FacebookX Related posts: অর্ধশতাধিক যাত্রী নিয়ে যমুনায় নৌকাডুবি, নিখোঁজ ৩০ যমুনায় নৌকাডুবি নিহতের সংখ্যা বেড়ে ১০ আত্রাইয়ে প্রকৃতি কন্যা সেজেছে গায়ে হলুদ বরণ সাজে হয় মাদক ছাড়তে হবে, নাহলে ঈশ্বরদীর মাটি ছাড়তে হবে-ফিরোজ কবীর বিদেশি রিভলবার ও গুলিসহ যুবক গ্রেফতার বড়াইগ্রামে অসহায়দের মাঝে নগদ অর্থ ও সেনিটাইজার বিতরণ নওগাঁ পৌরসভা এলাকার কর্মহীন ৫ হাজার লোকের মধ্যে টাকা বিতরণ নওগাঁয় আরও ৮৮ জন করোনায় আক্রান্ত রাজশাহীতেও গণপিটুনি খেয়েছিলেন এএসপি সুমিত জয়পুরহাটে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক বর্তমান স্বামীকে হত্যার অভিযোগে সাবেক স্বামী আটক অবশেষে শহীদ মিনার পেলো ঐতিহাসিক আটগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় SHARES Matched Content দেশের খবর বিষয়: ২০ জন যাত্রী উদ্ধারড্রেজারেরবলগেটের ধাক্কায়বিধ্বস্তযমুনায়যাত্রী বোঝাই নৌকা