হিন্দুদের নিরাপত্তা দেন, না হয় বিষ দেন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২১ নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের শাল্লায় হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের প্রতিবাদে ঈশ্বরদীতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে দাঁড়িয়ে বক্তারা বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি মানবতার মা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তিতে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের প্রতিবাদ জানাতে আবারো আমাদের রাস্তায় দাঁড়াতে হচ্ছে। সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় রাস্তায় দাঁড়িয়ে বার বার প্রতিবাদ জানাতে আর ভালো লাগে না। তাই হয় হিন্দুদের নিরাপত্তা দেন, না হয় বিষ দেন। এ দেশের হিন্দুরা একযোগে মৃত্যুবরণ করলেই সাম্প্রদায়িক অপশক্তি শান্তি পাবে। শাল্লায় হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঈশ্বরদী উপজেলা শাখা আয়োজিত সোমবার সকালে ঈশ্বরদী শহরের প্রাণকেন্দ্র বাজারের ১ নং গেট এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তরা আরো বলেন, এদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, জায়গা-জমি দখল, বাড়ি-ঘরে লুটপাঠ, অগ্নিসংযোগ, মন্দির ও প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটলেও দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না। এ কারণে সাম্পদায়িক অপশক্তি বার বার অপকর্ম ঘটিয়ে পার পেয়ে যাচ্ছে। সংখ্যালঘু নির্যাতন প্রতিহত করতে অবিলম্বে জাতীয় সংসদে বিশেষ আইন প্রণয়ন এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবী জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনিল চক্রবর্তি। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, হিন্দু, বৌদ্ধ, খৃস্টান ঐক্য পরিষদের উমা শংকর বাবু পান্ডে, পূজা উদযাপন পরিষদের মিলন কর্মকার, ডা: সুজয় কুন্ডু, ঐক্য পরিষদের পার্থপ্রতিম দাস, হরেকৃষ্ণ সম্প্রদায়ের দিপু রায়, হিন্দু মহাজোটের উত্তম সাহা, দিপংকর কুমার প্রমূখ। সঞ্চালনা করেন হিন্দু মহাজোটের গোপাল অধিকারী। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে স্থানীয় বিভিন্ন মন্দির কমিটির নের্তৃবৃন্দ ও সুধিজন অংশগ্রহন করেন। Share this:FacebookX Related posts: চাঞ্চল্যকর আলমগীর হত্যার প্রধান আসামি লাবু গ্রেফতার নাটোর জেলা লকডাউন ঘোষণা সাপাহারে পাড়া প্রতিবেশিদের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ তক্ষক পাচারের ঘটনায় নওগাঁয় দু’জনের জরিমানা চাটমোহরে সরকারি গাছ কাটা মামলায় ৭ জন কারাগারে রাজশাহীতে ‘রয়েল চিটিং গ্রুপের’ ৪ প্রতারক গ্রেফতার সিরাজগঞ্জে যমুনার পানি বিপদসীমার ৭৭ সেন্টিমিটার ওপরে আত্রাইয়ে শেষ মুহুর্তে শিল্পীর রঙ তুলির আঁচড়ে মূর্ত হয়ে উঠেছে দেবীর রুপ গাঁজা-মদসহ ১০ মাদকসেবী আটক নওগাঁয় বিধবাকে ধর্ষনের অভিযোগে ইমামসহ ৭জনের বিরুদ্ধে মামলা: গ্রেফতার-২ বিদেশি পিস্তলসহ দুই অস্ত্র ব্যবসায়ী আটক নাটোরে লালপুর থেকে যুবক-যুবতীর মৃতদেহ উদ্ধার SHARES Matched Content দেশের খবর বিষয়: না হয় বিষ দেননিরাপত্তা দেনহিন্দুদের