রাজশাহীতে ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২০

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর চারঘাটে ২৯৬ বোতল ফেনিসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাত একটার দিকে উপজেলার বড়বড়ি বেলতলা এলাকায় জেলা ডিবি পুলিশের অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বড়বাড়ি বেলাতলা গ্রামের মৃত আবু বক্করের ছেলে মো. তুফান আলী (৪৫), একই এলাকার নুর মোহাম্মদের ছেলে মো. আসাদুল (৩০) ও রাওথা গ্রামের মৃত মোন্তাজ আলীর ছেলে মো. সায়দার আলী(৪৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ও মুখপাত্র মো. ইফতে খায়ের আলম জানান, শুক্রবার রাত একটার দিকে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গোপন তথ্যের ভিত্তিতে চারঘাট উপজেলার বড়বড়ি বেলতলা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ওই এলাকায় ২৯৬ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করে ডিবি পুলিশ।

পরে তাদের চারঘাট মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা করার পর মালামালসহ আসামীদের থানায় হস্তান্তর করে ডিবি পুলিশ বলে জানান জেলা পুলিশের ওই কর্মকর্তা।