প্রণোদনা না দেওয়ায় রাজশাহীতে কমেছে সূর্যমুখীর চাষ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, মে ৮, ২০২২ নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে ২০২১ সাল থেকে সূর্যমুখীর চাষ হচ্ছে। সেই বছর সূূর্যমুখী চাষের জন্য কৃষকদের প্রণোদনা দেয় সরকার। তাতে রাজশাহী জেলায় ১৫৪ হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ হয়। কিন্তু এ বছর (২০২২) কৃষকদের প্রণোদনা না দেওয়ার কারণে কমেছে সূর্যমুখীর চাষ। কৃষকরা বলছেন, সূর্যমুখী চাষের ভালো-মন্দ এখনও বুঝে উঠতে পারেনি কৃষক। গত বছর বিলম্বে বীজ পেয়েছেন তারা। সেই সঙ্গে ট্রেনিংয়ে ঠিকঠাক শেখানো হয়নি চাষিদের। ফলে সূর্যমুখীর চাষের বিষয়টি চাষিদের কাছে তেমন পরিষ্কার না। তাই এ বছর কমেছে সূর্যমুখীর চাষ। কৃষি সংশ্লিষ্টরা বলছেন, গত বছর সূর্যমুখী চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে সরকারি প্রণোদনা হিসেবে সার ও বীজ দেয়া হয়। তাই অনেক কৃষক এই ফসলটি চাষ করেছিলেন। এ বছর রাজশাহী জেলায় ৩৯ হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ হয়েছে। বছরের তুলনায় এবছর ১১৫ হেক্টর কম জমিতে সূর্যমুখীর চাষ হয়েছে। সেই হিসেবে ৩ ভাগের একভাগের কম জমিতে চাষ হয়েছে সূর্যমুখীর। পরিসংখ্যানে দেখা গেছে, সূর্যমুখী চাষের শুরুর বছরে (২০২১) বাগমারায় ৬০ হেক্টর জমিতে চাষ হয়। কিন্তু এবছর (২০২২) চাষ হয়েছে মাত্র ৫ হেক্টর জমিতে। ৫৫ হেক্টর জমিতে চাষ হয়নি সূর্যমুখীর। কৃষকরা অন্য ফসল চাষ করেছেন ওইসব জমিতে। এ বিষয়ে জেলার বাগমারা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, সূর্যমুখী থেকে তেল হয়। সরিষা থেকেও তেল হয়। এ বছর সরিষা বেশি চাষ হয়েছে বাগমারায়। এই উপজেলায় ৭ হাজার ২০০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। এছাড়া এবছর সূর্যমুখী চাষে প্রণোদনা না পাওয়ায় চাষিরা সূর্যমুখী কম চাষ হতে পারেÑ এটিও কারণ হতে পারে। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, ২০২০-২১ মৌসুমে রাজশাহী জেলায় ১৫৪ হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ হয়। জেলার ৯টি উপজেলার মধ্যে বাগমারায় সবচেয়ে বেশি এই ফসলের চাষ হয়। এ উপজেলায় ৬০ হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ হয়। এছাড়া পবায় ২৪ হেক্টর, তানোরে ১৪ হেক্টর, মোহনপুরে ৫ হেক্টর, গোদাগাড়ীতে ৩০ হেক্টর, দুর্গাপুরে ২ হেক্টর, পুঠিয়ায় ৩ হেক্টর, চারঘাটে ৬ হেক্টর ও বাঘায় ১০ হেক্টর জমিতে এই সূর্যমুখীর চাষ হয়। চলতি ২০২১-২২ মৌসুমে জেলায় ৩৯ হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ হয়। এ বছর গোদাগাড়ী উয়পজেলা সবচেয়ে বেশি চাষ হয়েছে। এই উপজেলায় ৯ হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ হয়েছে। এছাড়া উপজেলাগুলোর মধ্যে পবায় ৫ হেক্টর, তানোরে ২ হেক্টর, মোহনপুরে ৫ হেক্টর, বাগমারায় ৫ হেক্টর, দুর্গাপুরে ৫ হেক্টর, পুঠিয়ায় ৩ হেক্টর, চারঘাটে ২ হেক্টর ও বাঘায় ৩ হেক্টর জমিতে চাষ হয়েছে। দুর্গাপুরের চাষি মোয়াজ্জেম হোসেন জানান, ইচ্ছে ছিল ভুট্টা চাষের। কৃষি অফিসে গেলে- তারা সূর্যমুখী চাষের পরামর্শ দিল। তাদের পরামর্শে চাষ করি। এই সূর্যমুখী ২৫ বছর আগে জমিতে চাষ করেছিলাম। তার পরে বিভিন্ন কারণে আর চাষ করা হয়নি। এবছর ৩ বিঘা জমিতে এই সূর্যমুখীর চাষ করেছি। কৃষি অফিস থেকে অফিসাররা দেখে গেছেন, তারা বলেছেন ফলন ভালো হবে। কিন্তু বাতাসে অনেক গাছ মাটিতে লুটিয়ে পড়েছে। মোহনপুরের এক কৃষক জানান, গত বছর সূর্যমুখীর চাষ করেছিলাম। কৃষি অফিস সার ও বীজ দিয়েছিল প্রণোদনা হিসেবে। কিন্তু এই বছর দেয়নি। তাই আমিসহ অনেক কৃষক সূর্যমুখীর চাষ করেনি। গত বছরের মতো এ বছর কৃষকদের সাথে কৃষি অফিসের যোগাযোগ ও প্রণোদনা চালু থাকলে অনেকেই নতুন করে এই ফসলের চাষ করতো। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা উম্মে ছালমা জানান, সূর্যমুখীর তেল ও বীজের উপকারিতা রয়েছে। সূর্যমুখীর ক্ষুদ্র বীজগুলিতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিকর উপাদান। এছাড়া ভিটামিন ফসফরাস, পটাসিয়াম, ক্যালসিয়াম, সেলেনিয়াম এর মত খনিজ উপাদান রয়েছে। তিনি বলেন, সূর্যমুখীর তেল খুব ভালো। সূর্যমুখী ফসল জমিতে বেশি দিন থাকে। তবে উৎপাদনের দিক থেকে সরিষার চেয়ে সূর্যমুখীতে বেশি। এক বিঘা জমিতে সরিষা ফলন ভাল হলে ৬ মণ হয়। আর সূর্যমুখী প্রায় ১০ মণ। সরিষা জমিতে থাকে ৮৫ দিন ও সূর্যমুখী থাকে ১২০ দিন। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) তৌফিকুর রহমান জানায়, এই মৌসুমে সূর্যমুখীর কম চাষ হয়েছে। কারণ চাষীরা প্রণোদনা পায়নি। তবে তুলনামূলক ভালো চাষ হয়েছে। আগামি বছর এর চাষ আরো বাড়তে পারে। Share this:FacebookX Related posts: রাজশাহীতে জমে উঠছে বানেশ্বর আমের হাট রাজশাহীতে বন্যা-জলাবদ্ধতায় মাছ ও ফসলের ৪৫ কোটি টাকা ক্ষতি রাজশাহীতে কলেজছাত্রী ধর্ষণ, ৩ আসামি গ্রেফতার আত্রাইয়ে গাছের শাখায় ঝুলছে থোকায় থোকায় লিচু আদালত চালুর দাবীতে রাজশাহীতে মানববন্ধন আত্রাইয়ে লক্ষমাত্রার চেয়ে অধিক জমিতে পাট চাষ রাজশাহীতে ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার কালাইয়ে জনপ্রিয় হয়ে উঠেছে ‘পার্চিং’ পদ্ধতি নওগাঁয় জনপ্রিয় হচ্ছে লতিরাজ কচুর চাষ আত্রাইয়ে ইরি বোরো ধান কাটা মাড়াই শুরু আত্রাইয়ে সবুজ পাতার আঁড়ালে ঝুলছে কাঁচা আম নাচোলে বিনামূল্যে কৃষকের মাঝে সরিষার বীজ বিতরণ SHARES Matched Content কৃষি বিষয়: কমেছেপ্রণোদনা না দেওয়ায়রাজশাহীতেসূর্যমুখীর চা