উল্লাপাড়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্রী নিহত

প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, মে ৮, ২০২২

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে মেহজাবিন তালুকদার শ্রেয়সী (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

রোববার (৮ মে) সকালে উপজেলার সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকার হানিফ হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রেয়সী তাড়াশ উপজেলার দোবিলা গ্রামের মহাসিন তালুকদারের মেয়ে এবং সিরাজগঞ্জ সরকারি সালেহা ইসহাক বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, সকালে তাড়াশ থেকে শ্রেয়সীকে নিয়ে তার বাবা মোটরসাইকেলযোগে সিরাজগঞ্জ শহরে যাচ্ছিলেন। সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকার হানিফ হোটেলের সামনে পৌঁছালে পেছন থেকে আরেকটি মোটরসাইকেল ধাক্কা দেয়। শ্রেয়সী এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়লে হানিফ পরিবহনের একটি বাসের চাকা পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। এ সময় বাবাসহ দুজন আহত হন।

নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।