রাণীনগরে খামারীদের সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২০

নাজমুল হক নাহিদ, নওগাঁ প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রগ্রাম ফেজ-প্রজেক্ট (এনএটিপি-২) এর অর্থায়নে নওগাঁর রাণীনগরে সিআইজি ও নন সিআইজি খামারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের আয়োজনে রবিবার কালীগ্রাম ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়নের প্রায় ৫২জন খামারীদের নিয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। কালীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলুর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম, উপ-সহকারী শ্রী সুধীর, এলএসপি শামীম, কালীগ্রাম ইউনিয়নের সিল গনেশ, ভ্যাকসিনেটর আইনুল ইসলাম প্রমুখ।