বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত ৬১ জেলা প্রশাসকের শ্রদ্ধা

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, মে ৮, ২০২২

নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নব নিযুক্ত জেলা পরিষদের ৬১ জন প্রশাসক।
আজ রবিবার দুপুরে বাংলাদেশ জেলা পরিষদ চেয়ারম্যান ফোরামের আহবায়ক ও মুন্সিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মহিউদ্দিন এবং সদস্য সচিব ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক মোঃ মহিউদ্দিন মহারাজের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসকগণ।

পরে তারা পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধু এবং ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদনের পর শপথ বাক্য পাঠ করেন তারা। এ সময় নবনিযুক্ত ৬১ টি জেলা পরিষদের প্রশাসক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জেলা পরিষদ চেয়ারম্যান ফোরামের আহবায়ক মোঃ মহিউদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ৬১ জন জেলা পরিষদের চেয়ারম্যানকে প্রশাসক হিসাবে নিয়োগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর এ যুগোপযোগী সিদ্ধান্তকে আমরা ধন্যবাদ জানাই। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।