নিয়ামতপুর উপজেলা আ.লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, মে ৬, ২০২২

নওগাঁ প্রতিনিধি : শুক্রবার বেলা সাড়ে ১২টায় নওগাঁর নিয়ামতপুরে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের নিজস্ব কার্যালয়ের তৃতীয় তলায় এ বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লবের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ঈশ্বর চন্দ্র বর্মন, সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, সহ-সভাপতি আলহাজ¦ কামাল সরকার, আঃ রহমান, খালেকুজ্জামান তোতা, মনোরঞ্জন মজুমদার প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক দাউদ মারান্ডি, সহ-দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন, সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিম রেজা রিপন, নওগাঁ জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন টিটু, হাজিনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক সুরঞ্জন বিজয়পুরী, চন্দননগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিশিরাজ বর্মন, সাংগঠনিক সম্পাদক ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান বদিউজ্জামান বদি, ভাবিচা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব ওবাইদুল হক, সাধারণ সম্পাদক উৎপল কান্ত সরকার পিন্টু, নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম, রসুলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম, পাড়ইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ মুজিব গেন্দা, শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জিএম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যান মোতালেব হোসেন বাবর, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন, উপজেলা স্ব্চ্ছোসেবকলীগের আহবায়ক হুমায়ন কবির, যুগ্ন আহবায়ক শাহজামালসহ ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রীমিকলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।