ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, মে ৮, ২০২২ নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার দুপুরে সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার সোমেন মজুমদার র্যাব-৯, সিলেট স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার বিকেল সোয়া ৩টার দিকে সিলেটের গোয়াইনঘাট থানার নোয়াগাঁও গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত মো. মঈনুল হক (২৭) গোয়াইঘাট থানার বগলকান্দি গ্রামের বাসিন্দা। র্যাব জানায়, কতিপয় মাদক ব্যবসায়ী মাদকের বিশাল চালান কোন এক সময় নিয়ে যাবে- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র্যাব। সে সময় ২৯৯ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ী আতোক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মাদক ব্যবসায়ী অবৈধ মাদক তথা ফেন্সিডিল ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। আটককৃত মাদক ব্যবসায়ী নিত্যনতুন কৌশল অবলম্বন করে বিভিন্ন যানবাহনযোগে মাদক পরিবহনের কাজ করতো। সংগ্রহকৃত ফেন্সিডিল ব্যবহার করে এই মাদক ব্যবসায়ী সিলেট বিভাগের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা পরিচালনা করতো। মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক তাকে ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। Share this:FacebookX Related posts: ময়মনসিংহে ৯০৫ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক ছাতকে ৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক হবিগঞ্জের মাধবপুরে ৬ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক জয়পুরহাটে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ইয়াবা ট্যাবলেট’সহ দুই মাদক ব্যবসায়ী আটক সুনামগঞ্জ সীমান্তে নিষিদ্ধ বিপুল পরিমাণ ভারতীয় বিড়িসহ দুই চোরাকারবারী আটক পোরশায় র্যাবের হাতে আটক দুই মাদক ব্যবসায়ী আটক বেনাপোলে ভারতীয় ফেন্সিডিলসহ গ্রেফতার-১ নগরকান্দায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জয়পুরহাটে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার SHARES Matched Content অপরাধ বিষয়: ফেন্সিডিলসহমাদক ব্যবসায়ী আটক