ফকিরহাটে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ণ, মে ৮, ২০২২ নিজস্ব প্রতিবেদক : বাগেরহাটের ফকিরহাটে আট্টাকী মহাসড়কের পাশে থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি (৪০) এর মৃতদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। মৃতদেহটি ফেলে রাখা বৈদ্যুতিক খুটির নিচে ঝোপঝাড়ের মধ্য থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার (০৮ মে) সকাল ৯টার দিকে ওই পথ দিয়ে পথচারীরা যাতায়াতের সময় দুর্গন্ধ টের পায়। দুর্গন্ধের কারন খুজতে যেয়ে দেখতে পায় মহাসড়কের পাশে ফেলে রাখা বৈদ্যুতিক খুিটর নিচে ঝোপঝাড়ের মধ্যে এক ব্যক্তির মৃতদেহ দেখতে যায়। পরে মডেল থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন শেষে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে। মৃত ব্যক্তির গায়ে হাফহাতা গেঞ্জি ও লুঙ্গি পরিহিত ছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার হওয়া অজ্ঞাত মৃতদেহের নাম ঠিকানা পাওয়া যায়নি। তবে কিভাবে সে মারা গেছে তা সঠিকভাবে বলতে পারেনি পুলিশ। ফকিরহাট মডেল থানার অফিসার্স ইনচার্জ মু. আলীমুজ্জামান বলেন, মৃতদেহের এখানো পরিচয় মেলেনি। ধারনা করা হচ্ছে মৃতদেহটি ২/৩দিন ধরে এখানে পড়ে ছিল। ময়না তদন্ত প্রতিবেদন আসলে এর মৃত্যু রহস্য উদঘাটন করা সম্ভব হবে তিনি জানান। Share this:FacebookX Related posts: ফকিরহাটে ৫ ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত সুন্দরবন থেকে দুই ট্রলারসহ ২৬ ভারতীয় জেলে আটক ‘পাবলিক হল’ ভবনের পুরাতন উপকরণ বিক্রিতে তিনবার নিলাম, মিলছে না সাড়া খুলনায় করোনা সন্দেহে ২ জন খুমেক হাসপাতালে ভর্তি প্রতিদিনের ন্যায় আজও সারাদিন বেনাপোলে ম্যাজিস্ট্রেট এর অভিযান বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে ৬ কেজি গাঁজাসহ যুবক আটক সরকারের নির্দেশনা অমান্য করেই চলছে এ যানবাহন: ভাড়া বেড়েছে আড়াইগুণ মেহেরপুরে বিদ্যুতায়িত হয়ে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু যশোরের শার্শায় কলেজ ছাত্রীর আত্মহত্যা সাতক্ষীরায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ঝিনাইদহে ট্রেনের ধাক্কায় সরকারী মাহাতাব উদ্দিন কলেজের ছাত্র নিহত মোংলায় ফাদার রিগনএর স্মরণানুষ্ঠান পালন SHARES Matched Content খুলনা বিভাগ বিষয়: অজ্ঞাত পরিচয়েরএক ব্যক্তির মৃতদেহ উদ্ধারফকিরহাটে