বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে ৬ কেজি গাঁজাসহ যুবক আটক

প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, জুন ১৪, ২০২০

রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল সাদিপুর সীমান্ত এলাকা থেকে ৬ কেজি গাঁজা সহ শরিফুল ইসলাম (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটক মাদক ব্যবসায়ী শরিফুল ইসলাম সাদিপুর গ্রামের মৃত সাইদুল ইসলাম এর ছেলে।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল ওহাব আমাদের প্রতিনিধি রাসেল ইসলামকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদক পাচারকারীরা ভারত থেকে বিপুল পরিমান গাঁজা এনে সাদিপুর গ্রামস্থ আস্তানা মোড়ে অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে হাবিলদার আব্দুল হালিম সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী শরিফুল ইসলামকে আটক করে। তিনি আরো বলেন,তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।