হাভানায় হোটেলে বিস্ফোরণ, নিহত ২২ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, মে ৭, ২০২২ অনলাইন ডেস্ক : কিউবার রাজধানী হাভানার কেন্দ্রস্থলে একটি ঐতিহাসিক পাঁচ তারকা হোটেলে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭০ জনের বেশি। প্রত্যক্ষদর্শী ও রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সরকারের তরফ থেকে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে- গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। কিউবার রাষ্ট্রীয় টেলিভিশনে ঘটনাস্থল থেকে দেশটির প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল বলেন, ঐতিহাসিক ও অত্যাধুনিক হোটেল সারাতোগায় বিস্ফোরণটি গ্যাস লিকেজের কারণে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে রাজধানীর ক্যালিক্সটো গারসিয়া হাসপাতাল থেকে বের হওয়ায় সময় প্রেসিডেন্ট মিগেল রয়টার্সকে বলেন, ‘এটি বোমা বা অন্য কোন হামলা নয়। এটি খুব দুর্ভাগ্যজনক একটি দুর্ঘটনা।’ ওই হাসপাতালে আহতদের অনেকের চিকিৎসা করা হচ্ছিল। এদিকে, কিউবার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণে হোটেলের নিকটবর্তী একটি বিদ্যালয়েরও ক্ষতি হয়েছে। বিস্ফোরণের সময় ওই বিদ্যালয়ে তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত অন্তত ১৫ শিশু আহত হওয়ার এবং একটি শিশুর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। কিউবার পর্যটনবিষয়ক মন্ত্রী হুয়ান কার্লোস গারসিয়া জানান, প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, বিস্ফোরণে কোন বিদেশি নাগরিক নিহত বা আহত হননি। Share this:FacebookX Related posts: পাকিস্তানে আবাসিক ভবনে বিস্ফোরণ, নিহত ৫ চীনে স্বর্ণ খনিতে বিস্ফোরণ: আটকা পড়েছে ২২ শ্রমিক ভারতে খনি বিস্ফোরণ : নিহত ৮ প্রাথমিক তদন্ত: ইসরাইল দূতাবাসের সামনে বিস্ফোরণ সন্ত্রাসীদের কাজ শিক্ষার্থীবাহী বাস গিরিখাতে, নিহত ২২ ভোট কম পেলেও ফের প্রেসিডেন্ট হবেন ট্রাম্প করোনা : আশার কথা শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা মধ্যপ্রাচ্যে প্রথম পরমাণু স্থাপনা চালু করল আমিরাত আফগানিস্তানে মাদরাসায় হামলা, ইমামসহ ১১ শিশু নিহত ফ্রান্সে এবার চার্চের বাইরে ধর্মযাজকের বুকে গুলি বাইডেনের অভিষেকে গাইবেন লেডি গাগা, নাচবেন লোপেজ বাইডেনের শপথ ঘিরে যুক্তরাষ্ট্রে সতর্কতা জারি SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: নিহত ২২বিস্ফোরণহাভানায়হোটেলে