হালুয়াঘাট হিন্দু কল্যাণ ঐক্য পরিষদ এর পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা

প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২২
হালুয়াঘাট হিন্দু কল্যাণ ঐক্য পরিষদ এর পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি : হালুয়াঘাট হিন্দু কল্যাণ ঐক্য পরিষদ এর নবগঠিত কমিটির পক্ষ থেকে ময়মনসিংহ-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জুয়েল আরেংকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

হিন্দু কল্যাণ ঐক্য পরিষদের আয়োজনে শুক্রবার (২১ জানুয়ারি) সন্ধায় সাংসদ জুয়েল আরেং এর কচুন্দরার নিজ বাসভবনে সংগঠনটির সদস্যদের উপস্থিতিতে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় সাংসদ জুয়েল আরেং হিন্দু কল্যাণ ঐক্য পরিষদের সদস্যদের উদ্যেশ্যে শুভেচ্ছা বক্তব্যে সংগঠনটির সফলতা কামনা করে বলেন, এটা অত্যান্ত আনন্দের ও খুশির খবর। হিন্দু কল্যাণ ঐক্য পরিষদের পক্ষ থেকে প্রান্তিক হিন্দু সম্প্রদায়ের অস্বচ্ছল,দুঃস্থ লোকজন আপনাদের মাধ্যমে নিশ্চয় উপকার পাবে বলে এই প্রত্যাশা রাখি। উক্ত সংগঠনের সকল কার্যক্রমে সার্বিক ভাবে সহযোগিতার আশ্বাস ব্যাক্ত করেন।

দৈনিক সময় সংবাদ

প্রয়াত সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এ্যাডভোকেট প্রমোদ মানকিন এম.পি মহোদয়ের স্মরণে সমাধিতে পুস্পস্তবক অর্পণ


পরিশেষে, সংগঠনটির পক্ষ থেকে হালুয়াঘাটের কৃতিসন্তান গরীব দূখী মেহনতি মানুষের স্বপ্নদ্রষ্টা প্রয়াত সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এ্যাডভোকেট প্রমোদ মানকিন এম.পি মহোদয়ের স্মরণে তার সমাধিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলী প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, হালুয়াঘাট হিন্দু কল্যাণ ঐক্য পরিষদ এর সভাপতি শুভাশীষ সরকার শুভ, সহ-সভাপতি দেবাশীষ দত্ত, বিনয় রঞ্জন দাস, সাধারণ সম্পাদক জোটন চন্দ্র ঘোষ, যুগ্ম-সাধারণ সম্পাদক, প্লাবন ঘোষ জনি, সাংগঠনিক সম্পাদক সুমন চৌহান, সজীব সাহা, কোষাধক্ষ্য নিরঞ্জন সরকার, ধর্ম বিষয়ক সম্পাদক শুভংকর ভর্ট্রাচার্য্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক লক্ষণ চৌহান, দপ্তর সম্পাদক টিটু কুমার ধাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক লিটন সরকার, গণ সংযোগ সম্পাদক সৌমিক সাহা, পূজা বিষয়ক সম্পাদক অর্জুন পাল, সন্মানিত সদস্য, দুলাল রায়, প্রভাকর সরকার প্রমূখ। এ ছাড়াও সাংবাদিক দেওয়ান নাঈম,এম.এ মালেকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।