হালুয়াঘাটে ছেলের হাতে মা খুন

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২০

এম.এ খালেক,হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে ছেলের দায়ের কুপে এক মা খুন হয়েছে। বুধবার সকালে উপজেলার ওটি গ্রামে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, উপজেলার বিলডোরা ইউনিয়নের ওটি গ্রামের সাবদুল হাই এর স্ত্রী ফিরোজা খাতুন (৫০) বুধবার সকালে নিজ বাড়িতে মাছ কাটার সময় তার ওরসজাত সন্তান সাদিকুল ইসলাম ছাব্বির ২৫) মায়ের হাতে থাকা মাছ কাটার দা নিয়ে কুপিয়ে ঘটনাস্থলেই মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। খবর পেয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস ঘটনাস্থল পরির্দশন করে নিহতের লাশ উদ্ধার করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনসহ একাধিক ব্যক্তি জানায়, সে মানসিক ভারসাম্যহীন ছিল, সকালে মায়ের হাত থেকে দা নিয়ে হাতে ও মাথায় কুপিয়ে ঘটনাস্থলেই মৃত্যু নিশ্চিত করেন। দ্রæত অভিযুক্ত সাদিকুলের গ্রেফতার দাবী করেন।

এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ছেলে কর্তৃক মাকে হত্যার খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করে নিহতের লাশ উদ্ধার করেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে,অভিযুক্ত সাদিকুলকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান।