হালুয়াঘাটে উন্মুক্ত পদ্ধতিতে ভাতাভোগী বাছাই কার্যক্রমের শুভ উদ্বোধন

প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২০

জোটন চন্দ্র ঘোষ,হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা এবং অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা কার্যক্রমের উন্মুক্ত পদ্ধতিতে ভাতাভোগী বাছাইয়ের কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গাজিরভিটা ইউনিয়ন পরিষদ চত্বরে গাজিরভিটা ইউনিয়নের বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা এবং অস্বচ্ছল প্রতিবন্ধীদের মধ্যো থেকে ২শত ১৯ জন ব্যক্তিকে উন্মুক্ত পদ্ধতিতে বাছাই কার্যক্রমের মাধ্যমে বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

এ সময় বাছাই কার্যক্রমে প্রায় ১হাজার অস্বচ্ছল ব্যক্তি উপস্থিত ছিলেন। ভাতাভোগী বাছাইয়ের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহামুদুল হক সয়েম,ভাইস চেয়ারম্যান মিসেস ঝর্ণা ঘোষ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুর রহমান,গাজিরভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রমূখ।
best online newspaper
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম বলেন, প্রকৃত অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে সরকার কর্তৃক প্রদত্ত ভাতা সমূহ প্রদান করার লক্ষ্যে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে পর্যায়ক্রমে এই রকম উন্মুক্ত পদ্ধতিতে ভাতাভোগী বাছাই কার্যক্রম পরিচালনা করা হবে।