হালুয়াঘাটে কেন্দ্রীয় শ্মশানের রাস্তা পাঁকা করণ কাজের শুভ উদ্বোধন

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২০
হালুয়াঘাটে কেন্দ্রীয় শ্মশানের রাস্তা পাঁকা করণ কাজের শুভ উদ্বোধন

জোটন চন্দ্র ঘোষ,হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে গতকাল শনিবার দুপুরে সনাতন ধর্মাবলম্বীদের কেন্দ্রীয় শ্মশানের রাস্তা পাঁকা করণ কাজের শুভ উদ্বোধন করেন হালুয়াঘাট পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র খায়রুল আলম ভূঞা।

জানা যায়, হালুয়াঘাট পৌরসভার অর্থায়নে ১ লক্ষ ১০ হাজার টাকা ব্যায়ে ও পৌর মেয়র খায়রুল আলম ভূঞা’র সার্বিক সহযোগিতায় ৫২ মিটার রাস্তা পাঁকা করণ কাজের উদ্বোধন করা হয়। স্থানীয় ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে কাজটি স্বল্প সময়ে সম্পূর্ণ্য করা হবে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা পরিষদের আহবায়ক মদন মোহন সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক জয়দেব দত্ত, বিলডোরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, আওয়ামীলীগ নেতা আব্দুল মতিন, আব্দুর রহমান প্রমুখ।

এছাড়াও কেন্দ্রীয় শ্মশানের সভাপতি সুশীল চন্দ্র ভাঁট, কাউন্সিলর মনিরুজ্জামান স্বাধীন, ফারুক মল্লিকসহ সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।