পতিত সকল জায়গায় শাকসবজির চাষ করতে হবে : কাজি মো. আবদুর রহমান

প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২২

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার মদন উপজেলা প্রশাসন ও উপজেলা কুষি অফিসের উদ্যোগে সোমবার উপজেলা পর্যায়ে প্রনোদনা কার্যক্রম ও রবি ফসলের মাঠ পরিদর্শন করেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান।

এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী, মদন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বুলবুল আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) , উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।

রবি ফসলের মাঠ পরিদর্শনকালে জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান বলেন, পতিত সকল জায়গায় শাকসবজির চাষ করতে হবে। রবি ফসল উৎপাদনে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা প্রদান করা হবে।