বরগুনায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেফতার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২২ অনলাইন ডেস্ক : বরগুনায় এক কিশোরীকে ধর্ষণ করার অভিযোগে ওর্য়াড আওয়ামী লীগের সাবেক এক নেতা ও তার ছেলের বিরুদ্ধে বরগুনা থানায় ধর্ষন মামলা দায়ের করা হয়েছে। ওই কিশোরীর মা বাদী হয়ে সোমবার বরগুনা থানায় ধর্ষন মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন বরগুনা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ও তার ছেলে আরিফ বরগুনা সদর থানার ওসি একেএম তারিকুল ইসলাম মামলা দায়ের ও আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। ভুক্তভোগী কিশোরীর মা জানান, বাবা হারানো মেয়েকে নিয়ে নুরুল ইসলামের বাসায় ভাড়া থাকতেন তিনি। নিজে বাজারে সবজি বিক্রি করে সংসার চলতো তাদের। সেই সুযোগে এক বছর ধরে জোড় করে কয়েক দফা ধর্ষণ করে নুরুল ইসলাম। পরে তার ছেলে আরিফ এ ঘটনা জানতে পেরে সেও ধর্ষণ করে। মেয়ে ভয়ে কেউকে কিছু না বলে সহ্য করে বাবা-ছেলের নির্যাতন। কয়েকদিন বাবা-ছেলে পালাক্রমে ধর্ষণ করলে রোববার তার কাছে ধর্ষণের কথা জানালে তারা থানায় অভিযোগ দায়ের করেন। ধর্ষণের শিকার ওই কিশোরী জানান, নুরুল ইসলামকে সে খালু ডাকতো। তার বাসায় গেলে নুরুল ইসলাম তাকে আদর করার নামে জড়িয়ে ধরতো। মাঝে মধ্যে ভাল খাবার দিতো। এক পর্যায়ে বিয়ে করার কথা বলে কিশোরীকে ধর্ষণ করে। এভাবে কয়েক মাস ধরে নুরুল ইসলাম কিশোরীকে ধর্ষণ করেছে। কিশোরী আরও জানান, নুরুল ইসলামের ছেলে আরিফ একদিন তাকে জড়িয়ে ধরে বলে তোর এবং বাবার কুকর্মের কথা আমি জানি। লোকজনের কাছে তাদের কুকর্মের কথা বলে দেবার ভয় দেখিয়ে আরিফ তাকে ধর্ষণ করেছে। বরগুনা থানার ওসি একেএম তারিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। তিনি আরও জানান,বাবা-ছেলের ধর্ষণের শিকার হয়ে কিশোরী ৫ মাসের অন্ত:সত্ত¡া হয়ে পরলে লোকজন জেনে যায়। রোববার এ বিষয়ে ভুক্তভোগী পরিবার জেলা প্রশাসক বরাবর অভিযোগ করলে তিনি বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ব্যবস্থা নিতে বলেন। পরে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি আমলে নিয়ে পুলিশের একটি টিম পাঠিয়ে রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় প্রথমে নুর ইসলামকে থানায় নিয়ে যায়। এর আধা ঘণ্টা পরে তার ছেলে আরিফকে গ্রেফতার করে পুলিশ। Share this:FacebookX Related posts: গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগে ধর্ষক আটক জাটকাসহ ১৬ জেলে আটক ঝালকাঠিতে ছাত্রলীগের সাবেক সভাপতিসহ আটক-৬ অস্ত্র উদ্ধার রাজাপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন আগৈলঝাড়ার স্কুলছাত্রী ঈশ্বরদী থেকে উদ্ধার, অপহরণকারী গ্রেফতার ঝালকাঠিতে ছাত্রী উত্যক্তকারী যুবককে ভ্রাম্যমান আদালতে কারাদন্ড পিরোজপুরে শিশু ধর্ষণকারী আশ্রাব আলী গ্রেফতার আগৈলঝাড়ায় ইয়াবাসহ যুবক আটক আগৈলঝাড়ায় ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার-২ বরিশালে ফেনসিডিলসহ গ্রেফতার ৫ আগৈলঝাড়ায় ইয়াবাসহ একাধিক মাদক মামলার আসামি গ্রেফতার ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার SHARES Matched Content অপরাধ বিষয়: কিশোরীকেধর্ষণের অভিযোগেবরগুনায়বাবা ও ছেলেকে গ্রেফতার