শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, মে ২৯, ২০২১

নিজস্ব প্রতিবেদক : নেত্রকোনা জেলার কেন্দুয়ায় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (বালক) অনুর্ধ্ব-১৭ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব (বালিকা) অনুর্ধ্ব -১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার কেন্দুয়া সরকারী কলেজ মাঠে এর শুভ উদ্বোধন করেন বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং নেত্রকোনা-৩ কেন্দুয়া-আটপাড়া আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল।

এ সময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. মইন উদ্দিন খন্দকার, সহকারী কমিশনার (ভূমি) খাবিরুল আহসান, কেন্দুয়া সরকারি কলেজের অধ্যক্ষ উত্তর কুমার কর, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূইয়া, সাধারণ সম্পাদক আসাদুল হক ভূইয়া, কেন্দুয়া থানার ওসি কাজী শাহ নেওয়াজ প্রমুখ।

এছাড়াও উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মী সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উপজেলার ১৩ ইউনিয়ন ও একটি পৌরসভার ১৪টি দলের মাঝে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। উদ্বোধনী দিনে ৮ টি দলে ৪ টি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় অংশগ্রহণ করেন কেন্দুয়া পৌরসভা বনাম চিরাং ইউনিয়ন একাদশ।