নেত্রকোনায় একদিনে সর্বোচ্চ ৩৪ জন করোনায় শনাক্ত

প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, জুন ৭, ২০২০

অনলাইন ডেস্ক : নেত্রকোনায় করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ৩১৫ জনের নমুনা পরীক্ষায় পুলিশ, ব্যাংকারসহ মোট ৩৪ জন করোনায় শনাক্ত হয়েছেন।

এনিয়ে জেলায় এ পর্যন্ত ২৮৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শনাক্ত হয়েছেন, সুস্থ হয়েছেন ১০৩ জন এবং ৩ জন মারা গেছেন।

সিভিল সার্জন ডাঃ তাজুল ইসলাম খান জানান, জেলায় আক্রান্তদের মধ্যে দুর্গাপুরে থানা পুলিশের ২ জন, কৃষি ব্যাংকের একজনসহ মোট ৬জন, কেন্দুয়ায় উপজেলা রিসোর্স সেন্টারের দুই জন সহ ১১ জন, পূর্বধলায় সাতজন, বারহাট্রায় ৫ জন, আটপাড়ায় ২ জন ও সদর উপজেলায় ৩ জন রয়েছেন। ৪ হাজার ২৬৩ জনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফল পাওয়া গেছে ৪ হাজার ২টি । ল্যাবে পরীক্ষার জন্যে ২৬১টি নমুনা জমা আছে।