বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২০

অনলাইন ডেস্ক : জামালপুরের সরিষাবাড়ীতে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের ছাতারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বাবর আলী (৬০) ওই গ্রামের বাসিন্দা। এদিকে, একই দিন উপজেলার পৃথক স্থানে বজ্রপাতে আরও ৪ জন আহত হয়েছেন।

নিহতের পরিবারের বরাত দিয়ে সাতপোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে বৃষ্টি হচ্ছিল। এরই মধ্যে কৃষক বাবর আলী কৃষি কাজ করতে বাইরে যান। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।

অপরদিকে, গৃহস্থালি ও কৃষি কাজ করতে গিয়ে পৃথক বজ্রপাতে নারীসহ আরও চারজন আহত হয়েছেন। তারা হলেন- সাতপোয়া ইউনিয়নের ছাতারিয়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে জহুরুল ইসলাম জহু (৩৫), একই গ্রামের দুলাল সোনারুর স্ত্রী মরিয়ম বেগম (৬০), একই ইউনিয়নের চর রৌহা গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে লিয়াকত হোসেন (৬০) ও ডোয়াইল ইউনিয়নের ডিক্রিবন্দ গ্রামের বেলাল হোসেনের স্ত্রী হাসি বেগম (৪৫)।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।