​নেত্রকোনার মদনে বাইসাইকেল বিতরণ

প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২২

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার মদন উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার গ্রাম পুলিশের কাজে গতিশীলতা বৃদ্ধির লক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বাইসাইকেল বিতরন করা হয়েছে।

মদন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বুলবুল আহমেদের সভাপতিত্ েপ্রধান অতিথি হিসেবে বাইসাইকেল বিতরন উদ্ধোধন করেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান। এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী, মদন উপজেলা সহকারী কমিশনার (ভুমি)সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গঠনে গ্রাম পুলিশ সদস্যদের উল্লেখযোগ্য ভুমিকা পালন করতে হবে।