হালুয়াঘাটে আমন ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২১ হালুয়াঘাটে আমন ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন জোটন চন্দ্র ঘোষ,হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে সরকারিভাবে ২০২১/২০২২ অর্থবছরে অভ্যন্তরীণ আমন ধান-চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নিয়ে কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগ। বুধবার (১ডিসেম্বর) দুপুরে অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। উপজেলা অডিটরিয়ামে ফিতা কেটে ধান-চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ-১ আসনের জাতীয় সংসদ সদস্য জুয়েল আরেং। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা উপজেলা নির্বাহি অফিসার মোঃ রেজাউল করিম, আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান, মৎস্য কর্মকর্তা ফরিদুল ইসলাম, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা খন্দকার মোনতাসির মামুন প্রমুখ। উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা খন্দকার মোনতাসির মামুন এ প্রতিবেদককে জানান, অত্র উপজেলায় কৃষক নিবন্ধন আ্যাপ এর মাধ্যমে চলতি আমন মৌসুমে কৃষকদের নিকট থেকে প্রতি কেজি ২৭ টাকা দরে মোট ১ হাজার ৩ শত ১৪ মেট্রিক টন ধান ও প্রতি কেজি ৪০ টাকা দরে মোট ১ হাজার ৩ শত ৪৭ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলায় কৃষক নিবন্ধন আ্যাপ এর মাধ্যমে ৬ শত কৃষকের উপরে আবেদন করেন তার মধ্যে ৪৩৮ জন কৃষক ধান দিতে পারবেন। লটারির মাধ্যমে এই তালিকা করা হয়। আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে যে সমস্ত কৃষক ধান দিতে অপরাগতা প্রকাশ করবেন পরবর্তিতে নতুন করে কৃষকদের নিকট থেকে ধান সংগ্রহ করা হবে। Share this:FacebookX Related posts: হালুয়াঘাটে শীত বস্ত্র বিতরণের শুভ উদ্বোধন হালুয়াঘাটে ভর্তুকী মূল্যে কৃষিযন্ত্র বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন হালুয়াঘাটে মাছ ও মাংস মহালের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন সাংসদ জুয়েল আরেং হালুয়াঘাটে প্রাণীসম্পদ প্রদর্শনী শুভ উদ্বোধন হালুয়াঘাটে সড়ক দূর্ঘটনায় নিহত ৪ জনের দাফন সম্পন্ন; কান্না থামছে না স্বজনদের হালুয়াঘাটে বিষপানে ৪ সন্তানের জননীর আত্মহত্যা হালুয়াঘাটে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও ফলদ চারা বিতরণ হালুয়াঘাটে বেসরকারী উন্নয়ন সংস্থা আশা’র খাদ্য সহায়তা প্রদান হালুয়াঘাটে ১৬টি সচল চাল কলের মাধ্যমে ক্রয় করা হবে ৩,৩৯৪ মেট্রিক টন চাল হালুয়াঘাটে করোনাভাইরাস প্রতিরোধে মোবাইল কোর্টে জরিমানা হালুয়াঘাটে স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এর ত্রাণ বিতরণ হালুয়াঘাটে নিন্মমানের ১৬ বস্তা সেমাই জব্দ ব্যবসায়ীকে জরিমানা SHARES Matched Content দেশের খবর বিষয়: আমন ধান-চাল সংগ্রহেরশুভ উদ্বোধনহালুয়াঘাটে