হালুয়াঘাটে শীত বস্ত্র বিতরণের শুভ উদ্বোধন

প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২০

জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (ডিডিএম) এর উদ্যোগে বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদের অডিটরিয়াম ভবনে উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র এর নিকট প্রায় ৬ হাজার শীত বস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন হালুয়াঘাটের জনমানুষের নয়নের মনি হালুয়াঘাট-ধোবাউড়া থেকে নির্বাচিত সাংসদ জুয়েল আরেং।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, উপজেলা আওয়ামীলীগের(ভারপ্রাপ্ত) সভাপতি কবিরুল ইসলাম বেগ, (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক আব্দুর রশিদ,পৌরসভার মেয়র খায়রুল আলম ভূঞা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো আলাল উদ্দিন,উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন শামীম, গাজিরভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন,জুগলি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব কামরুল ইসলাম,নড়াইল ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।