হালুয়াঘাটে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধ দিবস পালিত

প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২১

দেওয়ান নাঈম, হালুয়াঘাট: “আপনার অধিকার, আপনার দায়িত্ব: দুর্নীতিকে না বলুন” এই বিষয়কে সামনে রেখে ময়মনসিংহের হালূয়াঘাটে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধ দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর)সকালে উপজেলা জয়িতার সামনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধ দিবস উপলক্ষ্যে মানববন্ধন অনুষ্টিত হয়েছে। মানববন্ধন শেষে উপজেলা কনফারেন্সরুমে আলোচনা সভা অনুষ্টিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস ঝর্ণা ঘোষ, পৌর মেয়র খায়রুল আলম ভূঞা,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, উপজেলা কৃষি অফিসার মোঃ মাসুদুর রহমান,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: তারেক আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌহিদুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ হাবিবুর রহমান, সাধারন সম্পাদক জালাল উদ্দিন আহম্মেদসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিগন।