হালুয়াঘাটে বিষপানে ৪ সন্তানের জননীর আত্মহত্যা

প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২০

জোটন চন্দ্র ঘোষ,হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে বিষপানে ৪ সন্তানের জননীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। জানা যায়, উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের ঝলঝলিয়া গ্রামের আবুল কালাম মিস্ত্রীর স্ত্রী ৪ সন্তানের জননী মাফিয়া খাতুন (৪০) গতকাল শনিবার সন্ধায় (২২ ফেব্রুয়ারি) নিজ বাড়িতে কীটনাশক বিষপানে আতœহত্যার চেষ্টা করেন। পরে স্থানীয়রা উদ্বার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানায়, নিহত মাফিয়া খাতুনের ৪টি কন্যা সন্তান রয়েছে তারা হলেন, কামরুন্নাহার (২১),শামছুন্নাহার (১৮), কহিনুর (১৫) ও রিনা আক্তার (১০)। রিনা আক্তার নিজ বাড়িতে মায়ের সাথে বসবাস করতেন। অন্য তিন বোন ঢাকার সভার এলাকায় গামেন্টস্ কোম্পানীতে চাকরি করেন। প্রায় দুই বছর পূর্বে নিহতের স্বামী আবুল কালাম মিস্ত্রী বাঘাইতলা গ্রামের জৈনক হেলাল উদ্দিনের কন্যা সেলিনা খাতুনকে ২য় বিবাহ করেন এবং ২য় স্ত্রীকে নিয়ে বাঘাইতলা বাজারে ভাড়া বাসায় থাকতেন। প্রায় সময় ১ম স্ত্রী মাফিয়া খাতুনের খোজখবর নিতে ঝলঝলিয়ার বাড়িতে আসা যাওয়া করতেন। ২য় বিবাহের কারণে প্রায় সময় ঝগড়া বিবাদসহ মনোমালিন্যতা চলত উভয়ের মাঝেই। প্রাথমিক ভাবে স্থানীয়রা ধারণা করছেন ২য় বিবাহের কারণেই বিষপানের ঘটনাটি ঘটতে পারে।

এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, আত্মহত্যার খবর পেয়ে মাফিয়া খাতুনের লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। আত্মহত্যার কারণ জানা যায় নি। এ ঘটনায় হালুয়াঘাট থানায় অপমৃত্যু মামলা রুজু হয়েছে।