দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২১ নিজস্ব প্রতিবেদক ; ঢাকার ধামরাইয়ে দুইটি পরিবহনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ধামরাইয়ের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শনিবার বেলা ১১ টার দিকে ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের সোমভাগ এলাকার ডাউটিয়া মাদ্রাসার সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালের দিকে মানিকগঞ্জ থেকে ঢাকাগামী রাফসান পরিবহনকে উল্টোদিক থেকে লেন ভঙ্গ করে এসে চাপা দেয় সেলফি পরিবহনের একটি বাস। এতে দুইটি বাসেরই সামনের অংশ দুমড়েমুচড়ে যায় ও আহত হয় অন্তত ২০ যাত্রী। এতে দুটি বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। দূর্ঘটনায় আহত দুই যাত্রী অভিযোগ করেন, বেপরোয়া গতিতে চালানো সেলফি পরিবহনের বাসটি উল্টো লেনে গিয়ে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসের সঙ্গে সংঘর্ষ ঘটে। এর আগেও রাস্তায় আরও কয়েকবার বাসটির এক্সিডেন্টের আশঙ্কা দেখা দিয়েছিল। আমরা ড্রাইভারকে বলার পরও তিনি সর্তক হয়নি। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত বাস দুটিকে আটক করা হয়েছে। এঘটনায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। Share this:FacebookX Related posts: দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫ টাঙ্গাইলে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে ৩ শ্রমিকের মৃত্যু বাংলাদেশ ও ভারতের ১৩ জন বিশিষ্ট গুণীজনকে সম্মাননা প্রদান র্যাবের ম্যাজিস্ট্রেট সারওয়ার করোনামুক্ত আমের ট্রাকে ফেনসিডিল, তিন বিক্রেতা গ্রেপ্তার মাদারীপুরে নতুন আরো ২৯ জনসহ আক্রান্ত ৭৩৮ ধনবাড়ীতে মেয়রপ্রার্থীর কর্মিসভা সাভারে গাড়ি চালক ও শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে আহত ৫ ৫৫ কোটি টাকার ইউরেনিয়ামসহ আটক ৩ বাবার সামনে ট্রলির চাকায় পিষ্ট সানজিদা টাঙ্গাইলে সাংবাদিকদের প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: আহত ২০দুই বাসেরমুখোমুখি সংঘর্ষে