বাবার সামনে ট্রলির চাকায় পিষ্ট সানজিদা

প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, জুন ২৯, ২০২১
বাবার সামনে ট্রলির চাকায় পিষ্ট সানজিদা

নিজস্ব প্রতিবেদক : মাদারীপুর জেলার শিবচরে বাবার সামনে একটি ইট বোঝাই ট্রলির চাকায় পিষ্ট হল ৪ বছরের শিশুকন্যা সানজিদা আক্তারের জীবন।

সন্তানকে হারিয়ে পরিবারটিতে চলছে শোকের মাতম। মা রিনা বেগম বারবার মূর্ছা যাচ্ছেন। আর স্কুলশিক্ষক বাবা সরোয়ার হোসেন শোকে পাথর হয়ে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার মাদবরচর ইউনিয়নের সাড়ে এগার রশি লপ্তিকান্দি গ্রামের স্কুলশিক্ষক সরোয়ার হোসেন মঙ্গলবার সকালে তার শিশু পুত্রকে এক হাতে কাঁধে নিয়ে অন্য হাতে ৪ বছরের শিশু কন্যা সানজিদা আক্তারের হাত ধরে একই এলাকায় শশুরবাড়ি থেকে পায়ে হেঁটে নিজ বাড়িতে ফিরছিল। তারা নিজেদের বাড়ির সামনে আসলে বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে শিশু সানজিদাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সানজিদার মৃত্যু হয়।

সন্তানকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম। স্থানীয়রা ঘাতক ট্রলিটি আটক করলেও চালক পালিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিহত সানজিদার বাবা সরোয়ার হোসেন বলেন, আমি ছোট ছেলেকে কাঁধে নিয়ে এক হাতে মেয়ে সানজিদার হাত ধরে বাড়ি ফিরছিলাম। এ সময় আমাদের সামনে থেকে আসা ইটবোঝাই একটি ট্রলি কোন কিছু বুঝে উঠার আগেই আমার মেয়েকে পিষ্ট করে। এতে আমার মেয়ের মাথা গুড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অনেক স্বপ্ন ছিল সানজিদাকে মাদ্রাসায় ভর্তি করে মানুষের মত মানুষ হিসেবে তৈরি করবো। আমার সেই স্বপ্ন ভেঙে গেল।

শিবচর থানার অফিসার ইনচার্জ মো. মিরাজুল হোসেন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘাতক ট্রলিটি জব্দ করা হয়েছে।