করোনায় মৃত্যুর মিছিলে আরও ৬ জন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২১ নিজস্ব প্রতিবেদক ; করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হয়েছে। গতকাল (শুক্রবার) মৃত্যু হয়েছিল পাঁচজনের। এ পর্যন্ত দেশে করোনায় ২৭ হাজার ৯১৮ জন প্রাণ হারালেন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৫১ জনের। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭২ হাজার ২৭৮ জনে। গত ২৪ ঘন্টায় ১৩ হাজার ৫৬৯টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬ জনের মধ্যে ৪ জন পুরুষ ও ২ জন নারী। আর, এ সময়ে ঢাকা বিভাগে ৩ জন এবং চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিভাগে ১ জন করে মারা গেছেন। দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় চলতি বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। চলতি বছরের গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে। Share this:FacebookX Related posts: করোনায় মৃত্যুর মিছিলে আরও ৩৫ জন, নতুন শনাক্ত ২৪২৩ করোনায় মৃত্যুর মিছিলে আরও ৩৮ জন করোনায় মৃত্যুর মিছিলে আরও ৪৫ জন করোনায় মৃত্যুর মিছিলে আরও ৩৯ জন করোনায় মৃত্যুর মিছিলে আরও ৪৫ জন করোনায় মৃত্যুর মিছিলে আরও ৪১ জন করোনায় মৃত্যুর মিছিলে আরও ৪৭ জন করোনায় মৃত্যুর মিছিলে আরও ৩৫ জন করোনায় মৃত্যুর মিছিলে আরও ৩২ জন করোনায় পিছিয়ে যেতে পারে এইচএসসি পরীক্ষা করোনায় একদিনে আড়াই হাজারের বেশি সুস্থ করোনায় আরও ১৬ জনের মৃত্যু SHARES Matched Content জাতীয় বিষয়: আরও ৬ জনকরোনায়মৃত্যুর মিছিলে