রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে ৩ শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২০

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাজারীবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও এক শ্রমিক। বুধবার সকাল ১০টা ৪২ মিনিটে সিকদার মেডিকেল কলেজের পেছনে কাজ করা সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, জহুর শেখ ও তার ভাই সাইফুল শেখ এবং মঞ্জুরুল নামে আরেক শ্রমিক।

সিকদার মেডিকেল কলেজের পেছনে বারইখালী এলাকায় একটি মাঠের পাশে বিআইডব্লিউটিএর সীমানা পিলার বসানোর কাজ করছিলেন তারা। পাইলিং ব্যবহৃত লোহার খুঁটি উচ্চ ভোল্টের বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে গেলে ৩ জন শ্রমিক বিদ্যুৎস্পষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ফায়ার সার্ভিসের ডিউটি কর্মকর্তা এরশাদ হোসেন জানান, সকাল ১০টা ৪২ মিনিটে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করি। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তাকে উদ্ধার করে সিকদার মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।