টাঙ্গাইলে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২০ স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইল সদরের কান্দিলা নামক স্থানে মঙ্গলবার (৮ ডিসেম্বর) ভোরে ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক সহ পাঁচজন নিহত ও দুইজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতরা হচ্ছেন, পিকআপভ্যানের চালক বাবুল, প্রিণ্টিং প্রেসের শ্রমিক সোবহান, নজরুল, বুলবুল ও রিয়াদ। তাদের বাড়ি পটুয়াখালী জেলায় বলে জানাগেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, পিকআপ ভ্যানটি একটি প্রিণ্টিং প্রেসের মেশিন নিয়ে উত্তরবঙ্গ যাচ্ছিল। ভ্যানে প্রিণ্টিং প্রেসের মেশিনের শ্রমিকরা ঘুমাচ্ছিল। কান্দিলা নামকস্থানে পৌঁছলে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা সবজি বোঝাই একটি ট্রাক ব্রেক ফেল করে বিপরীত লেনে ঢুকে পড়ে। এ সময় ট্রাক চালক ঘণ কুয়াশার কারণে বিপরীত লেনে আসা উত্তরবঙ্গগামী পিকআপ ভ্যানটি দেখতে না পারায় মুখোমুখী সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানে থাকা প্রিণ্টিং প্রেসের চার শ্রমিক মেশিনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে পিকআপভ্যানের চালক বাবুল নিহত হন। টাঙ্গাইল এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জিয়াউল জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৫টার দিকে মহাসড়কে টাঙ্গাইল সদরের কান্দিলা নামক স্থানে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি পিকআপ ভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক সহ চারজন নিহত হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরও দুইজন। তাৎক্ষনিকভাবে দুর্ঘটনায় নিহতদের নাম ও জেলা পটুয়াখালী বলে জানা গেলেও পূর্ণাঙ্গ পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ট্রাকটি পুলিশের হেফাজতে রাখা হয়েছে। Share this:FacebookX Related posts: ধামরাইয়ে গাছচাপায় নিহত ৫ টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ৬ টাঙ্গাইলে ট্রাক্টর বন্ধে রাস্তায় মাঝে শুয়ে পড়লেন চেয়ারম্যান করোনা রোগীর চিকিৎসায় টাঙ্গাইলে মেডিকেল অক্সিজেন উৎপাদিত হচ্ছে টাঙ্গাইলে সাড়ে তিন হাজার আনসার ভিডিপি সদস্যের মাঝে ত্রাণ বিতরণ টাঙ্গাইলে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় টাঙ্গাইলে ট্রাক উল্টে চালক নিহত টাঙ্গাইলে বাস-সিএনজি সংঘর্ষে একই পরিবারের নিহত ৪ টাঙ্গাইলে মাদক মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন টাঙ্গাইলে বুুড়িগঙ্গা নদীর পুনঃখনন প্রকল্পের উদ্বোধন টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত, প্রতিবাদে ট্রাকে আগুন মাদারীপুরে নতুন আরো ২৯ জনসহ আক্রান্ত ৭৩৮ SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: টাঙ্গাইলেট্রাক-পিকআপনিহত ৫মুখোমুখি সংঘর্ষে