দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২১ নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মনোহরদীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন। রবিবার সকালে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের নারান্দী বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলেন, সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে কটিয়াদীগামী বিআরটিসি একটি বাসের সঙ্গে মঠখোলা থেকে ঢাকাগামী মনোহরদী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত দুই চালকসহ ১৫ জন আহত হয়েছেন। আহতরা হলেন- বিআরটিসি বাসের চালক শহিদুল ইসলাম (৪৯), মনোহরদী পরিবহনের চালক রফিকুল ইসলাম (৩৫)। গাড়ির যাত্রী বেলাব উপজেলার ওমর ফারুক (৪৫), বিন্নাবাইদ এলাকার জুনায়েদ (৪২), কটিয়াদি উপজেলার বিজয় কুমার (৫২), নেত্রকোনা জেলার রঞ্জিত কুমার (৩০), মনোহরদীর জুমান (২০), চরমান্দালিয়ার আবদুল মালেক (২৩), হাতিরদিয়ার সাধন চন্দ্র (৫৫), পাকুন্দিয়া উপজেলার বটতলার রেনু মিয়া (৬০), আল-আমীন (৩১), কিশোরগঞ্জের ওয়াসিম (২০) এবং উজ্জ্বল মিয়া (১৮)। আহতদের মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং নরসিংদী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়াও সামান্য আঘাতপ্রাপ্ত কয়েকজন বিভিন্ন ফার্মেসীতে থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। মনোহরদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘বিআরটিসি বাসের চালক গাড়ির ভিতরে চাপা পরেছিলেন। প্রায় দুইঘন্টা চেষ্টা চালিয়ে চালক শহিদুলকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’ মনোহরদী থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান বলেন, ‘গাড়ির অবস্থান দেখে মনে হচ্ছে ওভারটেক করতে গিয়ে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। গাড়ি দুটি পুলিশ হেফাজতে আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে দূর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।’ Share this:FacebookX Related posts: সাভারে যাত্রীবাহী বাস খাদে আহত ১৫ টাঙ্গাইলে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ৩০ কিলোমিটার বর্জ্যের ভাগাড়,দুর্ভোগে যাত্রীরা কিশোরগঞ্জে এক কেজি গাঁজাসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ৬ ঘুমের ঔষুধ খাইয়ে শিশু ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার সাভারের আশুলিয়ার রত্না হত্যাকান্ডের খুনি গ্রেফতার সাবেক ওসি প্রদীপের বিরুদ্ধে আরেক মামলা ভুঞাপুরে সড়ক দূর্ঘটনায় শিশু ও বঙ্গবন্ধুসেতুতে মোটরসাইকেল আরোহী নিহত ২ লাউয়াছড়ায় ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন সোনারগাঁওয়ে ৭ জনের করোনা শনাক্ত টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত সেনাপ্রধানের শ্রদ্ধা SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: আহত-১৫দুই বাসেরমুখোমুখি সংঘর্ষে