৫৫ কোটি টাকার ইউরেনিয়ামসহ আটক ৩

প্রকাশিত: ১:০৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২০

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর রামপুরা এলাকা থেকে ৫৫ কোটি টাকা মূল্যের ইউরেনিয়ামসহ তিনজনকে আটক করেছের্ যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্(যাব)। মঙ্গলবার বিকেলের্ যাব ১০-এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক তিনজন হলেন- এ বি এম সিদ্দিকী প্র. বাপ্পী (৫৯), মো. আক্তারুজ্জামান (৩৩) ও মো. মিজানুর রহমান (৫০)।

মেজর শাহরিয়ার জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবারর্ যাব ১০-এর একটি দল রাজধানীর রামপুরা থানার পূর্ব রামপুরার জাকের গলি এলাকায় অভিযান চালায়। অভিযানে প্রায় ৫৫ কোটি টাকা মূল্যের ইউরেনিয়ামসহ তিনজন ইউরেনিয়াম ব্যবসায়ীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি চামড়ার বক্স, একটি ছোট চামড়া ও স্টিলের বক্স, একটি রিমোট, একটি ম্যানুয়েল বই, একটি গ্যাস মাস্ক, একটি ইলেকট্রিক মিটার, একটি রাবারের ড্রপার, একটি স্টিলের ঢাকনাযুক্ত কাচের পট, পাঁচটি কাচের তৈরি ছোট চিকন পাইপ, একটি কাঁচি, একটি মিটার, একটি কালো কম্পাস, দুটি পাইপ জব্দ করা হয়।