ধনবাড়ীতে মেয়রপ্রার্থীর কর্মিসভা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:২৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০ অনলাইন ডেস্ক : আগামী ১৬ জানুয়ারি টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপনের নির্বাচনি কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ধনবাড়ী কলেজ মিলনায়তনে এ কর্মিসভা অনুষ্ঠিত হয়। কর্মিসভায় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য মীর ফিরোজ আহমেদের সঞ্চালনায় ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ হীরার সভাপতিত্বে বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হালিম, হাফিজুর রহমান তালুকদার শোভা, সাধারণ সম্পাদক মীর ফারুক আহমাদ ফরিদ, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, দপ্তর সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি মাহমুদা খাতুন এলি, পৌর আওয়ামী লীগের সভাপতি সাখওয়াত হোসেন, সাধারণ সম্পাদক ফজলুল রহমান, প্রচার সম্পাদক আরশেদ আলী, সাংগঠনিক সম্পাদক মাসুদ আলম তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন কালু, বীরতারা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা মশিউর রহমান মিন্টু, শিক্ষক বিনয় কৃষ্ণ তালুকদার ও বিভিন্ন পৌর ওয়ার্ডের সভাপতি, সম্পাদকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন বলেন, এ পৌরসভাকে একটি মডেল পৌর হিসাবে গড়তে চাই। আপনারা আমাকে আবার সুযোগ দিন। যেন যেসব কাজ অসম্পূর্ণ রয়েছে তা দ্রুত শেষ করতে পারি। আপনাদের পাশে ছিলাম আবারও আপনাদের পাশে থেকে আমি আবারও কাজ করতে চাই। আমার জন্য সবাই দোওয়া করবেন। এ সময় বক্তারা দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কর্মীদের নৌকা প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। Share this:FacebookX Related posts: ঢাকা সিটি নির্বাচন অবাধ, নিরপেক্ষ করার আহ্বান সুজনের সোনারগাঁওয়ে পৌরসভা নির্বাচন উপলক্ষে আ.লীগের কর্মী সভা মানিকগঞ্জ মেয়র হলেন নৌকার রজমান আলী ধামরাই পৌরসভায় আ.লীগ প্রার্থীর পুনরায় জয় ভোটের উৎসবে নৌকা, শঙ্কায় ধান মুন্সীগঞ্জ মেয়র পদপ্রার্থী বিপ্লবের নির্বাচনী সভা কুলিয়ারচরে আ.লীগের প্রার্থী মহসিন নির্বাচিত মনোহরদী পৌরসভায় আ’লীগ প্রার্থী সুজন নির্বাচিত শ্রীপুর পৌরসভায় ৪র্থ বারেও মেয়র আনিছুর রহমান মাধবদী পৌরসভার ১২নং ওয়ার্ডে নৌকার সমর্থনে উঠান বৈঠক ওসিকে নিয়ে আ.লীগ প্রার্থীর মনোনয়নপত্র জমা দেয়ার ছবি ভাইরাল মাধবদীতে নৌকার সমর্থনে উঠান বৈঠক SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: ধনবাড়ীতেমেয়রপ্রার্থীর কর্মিসভা