সংসদ অধিবেশন বসছে কাল, হবে সুবর্ণজয়ন্তীর বিশেষ আলোচনা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২১ স্টাফ রিপোর্টার : চলমান একাদশ জাতীয় সংসদের ১৫তম অধিবেশন শুরু হচ্ছে রবিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টায়। এ অধিবেশন মুলতবি দিয়ে নতুন বছরের ২৫ অক্টোবর পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছেন সংসদের কর্মকর্তারা। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এ অধিবেশনে থাকছে বিশেষ আলোচনা। আলোচনার আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেবেন। তবে, করোনার প্রকোপ কমে দেশে সবকিছু স্বাভাবিক হলেও এবারও সংসদে গিয়ে সশরীরে সংবাদ কভার করতে পারছেন না সাংবাদিকরা। তাদের সংসদ টিভি দেখে সংবাদ কভার করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) সংসদের যুগ্মসচিব মো. তারিক মাহমুদের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘করোনা পরিস্থিতি বিবেচনায় জনস্বার্থে অধিবেশনের সব কার্যক্রম সংসদ বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হবে। আর সেখান থেকে সংবাদ কাভার করার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানাচ্ছি।’ সংসদ অধিবেশনের প্রস্তুতি সম্পর্কে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, করোনাকালের অন্যান্য অধিবেশনের মতো এবারও স্বাস্থ্যবিধি মেনে সংসদের বৈঠক বসবে। অধিবেশনের শেষভাগে সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ আলোচনা হতে পারে। হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, অধিবেশনে আমাদের নিয়মিত কার্যক্রম শেষ করে এক-দুইদিন বিরতি দেওয়া হবে। এরপর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ আলোচনা হবে। সেখানে রাষ্ট্রপতি ভাষণ দিতে পারেন। এ বছরের ২৬ মার্চ বাংলাদেশ উদযাপন করেছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। ১৬ ডিসেম্বর বিজয়ের ৫০তম বার্ষিকী উদযাপন করবে বাংলাদেশ। রবিবার অনুষ্ঠেয় প্রথমদিনের বৈঠকে সভাপতি-মণ্ডলী মনোনয়ন ও শোকপ্রস্তাবের পরে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হবে। এ দিন স্বরাষ্ট্র, পররাষ্ট্র, পরিকল্পনা এবং পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত প্রশ্নোত্তর অনুষ্ঠিত হবে। তবে, করোনাকালের অন্যান্য অধিবেশনের মতো এবারও প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হতে পারে। এছাড়া প্রথমদিনে ‘বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স করপোরেশন (অ্যামেন্ডমেন্ট) বিল- ২০২১’ ব্যাংকার বহি সাক্ষ্য বিল- ২০২১, মোংলা বন্দর কর্তৃপক্ষ বিল- ২০২১, বিরোধীদলীয় নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) বিল ২০২১, বিশেষ নিরাপত্তা বাহিনী বিল- ২০২১ এবং মহাসড়ক বিল- ২০২১ এর রিপোর্ট উত্থাপন করা হবে। বৈঠকের প্রথমদিনে পেমেন্ট বিল- ২০২১ এবং বয়লার বিল ২০২১ উত্থাপন করা হবে। সংসদের একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বান করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। গত ১৬ সেপ্টেম্বর জাতীয় সংসদের চর্তুদশ অধিবেশন শেষ হয়। গত ১ সেপ্টেম্বর শুরু হওয়া অধিবেশন মোট ৭ কার্যদিবস চালানো হয়। Share this:FacebookX Related posts: জাতীয় স্লোগান হবে ‘জয় বাংলা’: হাইকোর্ট শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে পরামর্শ চাইলে দেয়া হবে : মন্ত্রিপরিষদ সচিব কবে শুরু হবে এইচএসসি পরীক্ষা, জানা যাবে দুপুরে শিক্ষার্থীদের প্রমোশন দেয়া হবে যেন পড়াশোনাটা অব্যাহত থাকে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে : স্পিকার মানুষের সঙ্গে ভালো আচরণ করতে হবে : আইজিপি বিশ্ব ইজতেমা হবে কি-না সিদ্ধান্ত জানুয়ারির পর ভিভিআইপিরা নয়, প্রথমে স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী চট্টগ্রাম সিটি নির্বাচন ‘ভালো’ হবে: সিইসি খাদ্যে ভেজাল কঠোরভাবে দমন করা হবে: প্রধানমন্ত্রী ৭ মার্চ সারা দেশে একযোগে প্রচারিত হবে বঙ্গবন্ধুর ভাষণ তিন ঘণ্টার মধ্যে ঢাকার জলাবদ্ধতা নিরসন হবে: তাপস SHARES Matched Content জাতীয় বিষয়: বসছে কালবিশেষ আলোচনাসংসদ অধিবেশনসুবর্ণজয়ন্তীরহবে’