গোদাগাড়ীতে নৌকা ৬ বিদ্রোহী ২ জন নির্বাচিত

প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২১

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ৯টি ইউনিয়ন নির্বাচনে নৌকার ৬ জন প্রার্থী বিদ্রোহী ২ ও আ’লীগ সমর্থক ১ জন নির্বাচিত হয়েছে। শুক্রবার সকালে গোদাগাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: মশিউর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।
উপজেলায় ৯টি ইউনিয়নের মধ্যে নৌকা প্রতীকে গোদাগাড়ী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নির্বাচিত আওয়ামী লীগের মাসুদুল গণি মাসুদ। গোগ্রাম ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে দ্বিতীয় বারের মত নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মজিবর রহমান। মোহনপুর ইউনিয়নে পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন খাইরুল ইসলাম।

দেওপাড়া ইউনিয়ন ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বেলাল উদ্দীন সোহেল। রিশিকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দ্বিতীয় বারের মত নৌকা প্রতিকে নির্বাচতি হয়েছেন শহিদুল ইসলাম টুলু। পাকড়ী ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী জালালউদ্দীন মাস্টার।

মাটিকাটা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী আওয়ামী লীগ নেতা সোহেল রানা। বাসুদেবপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম এবং চর আষাড়িয়াদহ ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের কোন প্রার্থী না থাকায় আওয়ামী লীগে সমর্থক আওয়ামী লীগ নেতা আসরাফুল ইসলাম ভোলা নির্বাচিত হয়েছেন।