গাইবান্ধা-৩ আসনে উপ-নির্বাচন : ভোট কেন্দ্রে নির্বাচনী সামগ্রী প্রেরণ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২০ নিজস্ব প্রতিবেদক : গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনের উপ-নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে। সেই সাথে করোনা ভাইরাসের কারণে নির্বাচনী সামগ্রী সাথে হ্যান্ড ওয়াসসহ আনুসাঙ্গীক জিনিসপত্র দেয়া হয়। আজ শুক্রবার (২০মার্চ) সাদুল্যাপুর ও পলাশবাড়ি উপজেলা পরিষদের হল রুম থেকে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচনী কর্মকর্তারা এসব নির্বাচনী সামগ্রী ভোট কেন্দ্রগুলোর প্রিজাইডিং অফিসার ও ভোট গ্রহণ কর্মকর্তাদের বুঝে দেন পরে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে এসব নির্বাচনী সামগ্রী তারা ১৩২টি কেন্দ্রে নিয়ে জান। এই নির্বাচনে দুই উপজেলায় নিবাহী ম্যাজিট্রেট, বিজিবি, র্যাব, পুলিশসহ আইনশৃংখলা বাহিনীর বিপুল সংখ্যাক সদস্য মোতায়েত থাকবে। এই আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১১ হাজার ৯৪১। এর মধ্যে সাদুল্লাপুর উপজেলায় ২ লাখ, ২৩ হাজার ৬৯৩। পলাশবাড়ী উপজেলায় ১ লাখ, ৮৮ হাজার ২৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। উল্লেখ্য, ২০১৯ সালের ২৭ ডিসেম্বর আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকার মৃত্যুবরণ করলে নির্বাচন কমিশনার এ আসনটি শূন্য ঘোষণা করেন। Share this:FacebookX Related posts: বাগেরহাট-৪ আসনের উপ-নির্বাচন: আ’লীগের মনোনয়ন প্রত্যাশী ৫ জন নওগাঁ-৬ উপ-নির্বাচন: ইসরাফিলের উত্তরসূরি হতে চান সুলতানা পারভীন বিউটি নওগাঁ-৬ আসনে উপ-নির্বাচন শেষ মুহুর্তে জমে উঠেছে উপনির্বাচনের প্রচার-প্রচারনা পঞ্চগড় পৌরসভা পেল প্রথম নারী মেয়র কুড়িগ্রাম পৌরসভায় আ.লীগের প্রার্থী নির্বাচিত পীরগঞ্জ পৌরসভায় আ.লীগের বিদ্রোহী প্রার্থীর জয় নৌকায় ভোট দিন, উন্নয়ন বুঝে নিন- নৌকার মাঝি অধ্যাপক আক্কাস আলী শান্তিপুর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে নাগেশ্বরী পৌরসভা নির্বাচন নাগেশ্বরী পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হোসেন ফাকু নির্বাচিত নাগেশ্বরী পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত সুন্দরগঞ্জে লাঙ্গলের জয় দিনাজপুর কারাগারে হাজতির মৃত্যু SHARES Matched Content দেশের খবর বিষয়: আসনউপ-নির্বাচনগাইবান্ধা-৩নির্বাচনী সামগ্রী প্রেরণভোট কেন্দ্রে