মুজিববর্ষ উপলক্ষে পঞ্চগড়ে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২০

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি : মুজিববর্ষ উপলক্ষে নারীর ক্ষমতায়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে জেলা প্রশাসন পঞ্চগড় এর বিশেষ উদ্যোগে জেলার ১৭০০ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।

১৩ জুলাই (সোমবার) পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্ব বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ছাত্রীদের হাতে বাইসাইকেল তুলেদেন রংপুর বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম।

বাইসাইকেল বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আমিরুল ইসলাম।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম রব্বানী, পঞ্চগড় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগ সভাপতি মোঃ কাজী আল তারিক, পঞ্চগড় সদর মহিলা ভাইস চেয়ারম্যান ও পঞ্চগড় জেলা যুব মহিলা লীগের সভানেত্রী মোছা: নিলুফার ইয়াসমিন প্রমুখ।

পরে প্রধান অতিথি উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ রোপন করেন এবং গরিব অসহায় নারীদের মাঝে ছাগল বিতরণ করেন।