পঞ্চগড়ে পুলিশের এক এএসআই করোনায় আক্রান্ত

প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, মে ১৪, ২০২০

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে করোনা আক্রান্ত এক কারাবন্দীর সংস্পর্শে আসায় পুলিশের এএসআই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন। নতুন আক্রান্ত ওই পুলিশের এএসআই পঞ্চগড় পুলিশ লাইনের একজন উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত আছেন।
পঞ্চগড় জেলা সিভিল সার্জন ডাঃ ফজলুর রহমান বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ৫ মে জেলা কারাগারের এক কারাবন্দী অসুস্থ হয়ে পরলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) নেওয়া হয়। সেখানে তার নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠালে করোনা শনাক্ত হয়। এএসআইসহ মোট চারজন পুলিশ সদস্য ওই করোনা শনাক্ত কারাবন্দির সংস্পর্শে থাকায় তাদের পুলিশ লাইন্সে হোম কোয়ারন্টাইনে রেখে বিশেষ সতর্কতা জারি করা হয়।

পরবর্তীতে গত ১০ মে এএসআইসহ চারজন পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে প্রেরণ করে। ১৩ মে বুধবার নমুনার রিপোর্টে ওই এএসআইয়ের করোনা পজেটিভ ও অন্য ৩ পুলিশ সদস্যের নেগেটিভ আসে। করোনা শনাক্ত এএসআইকে পুলিশ লাইন্সের আইসোলেশনে রাখা হয়েছে এবং তিনি সুস্থ আছেন।