পঞ্চগড়ে আম গাছ থেকে পরে কিশোরের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, মে ২৮, ২০২০

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ঈদের পরে নানির বাড়ি বেড়াতে এসে আম গাছ থেকে পড়ে তানভীর হোসেন (১১) নামের এ কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের হাগুড়া পাড়া এলাকায় ওই কিশোরের নানার বাড়িতে এ ঘটনাটি ঘটে। নিহত তানভীর বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের ঝলঝলি বানিয়াপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানা যায়, নানির বাড়ির পাশে আম গাছে আম পাড়তে উঠে তানভীর। আম পাড়ার সময় গাছের ডাল ভেঙ্গে আম গাছের নিচে বাঁশের বেড়ার উপর পড়ে যায় তানভীর। এতে বেড়ার বাঁশ তানভীরের পিঠ দিয়ে ঢুকে পেট দিয়ে বের হয়। ঘটনাস্থলেই মারা যায় তানভীর।

হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম গাছ থেকে পড়ে তানভীরের মর্মান্তিক মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।