প্রকাশিত হলো ফারুক সরকারের নতুন বই ‘২৫বছর পর’ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২০ নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত হলো নওগাঁর আত্রাইয়ের জনপ্রিয় তরুণ লেখক ফারুক সরকারে নতুন বই ‘২৫বছর পর’। বাংলাদেশের সৃজনশীল হাওলাদার প্রকাশনী থেকে তাঁর লেখা “২৫ বছর পর” গল্প বইটি প্রকাশিত হয়েছে। কাব্যের জীবনে ২৫বছর আগে ঘটে যাওয়া তেমন একটি গল্প, যা সে প্রায় ভুলেই গিয়ে ছিল, সেটিই হঠাৎ সামনে চলে আসে। সে অপ্রস্তুত হয়ে পড়ে। সে সব গল্প কখনো-কখনো উসকে উঠে মনের ভেতর হাহাকারের ঝড় তোলে। বাড়িয়ে দেয় আক্ষেপ, বিষণœতা। সে রকম ঘটনা নিয়ে গল্প “২৫ বছর পর”। অসম্ভব সক্ষমতা দিয়ে বিধাতা সৃষ্টি করেছেন মানুষকে। কিন্তু ব্যক্তিগত, পারিবারিক, কর্মক্ষেএ এবং পারিপার্শ্বিক অবস্থা ও অবস্থানের কারণে কেউ এই অসম্ভব সক্ষমতাকে কাজে লাগাতে পারে, কেউ বা পারে না। মানুষের দৈহিক সামর্থ্য সীমিত, কিন্তু চিন্তাজাত এবং কল্পনার সামর্থ্য অসীম। এই অসীম সামর্থ্যরে বাস্তব প্রয়োগ নিজেদের জীবনে দেখিয়েছেন যুগে যুগে কিংবদন্তীরা। নতুন গল্পের বই সম্পর্কে লেখক ফারুক সরকার বলেন, ‘এটি তার লেখা দ্বিতীয় প্রকাশিত বই। গল্পগুলো অত্যন্ত সাবলীলভাবে তুলে ধরা হয়েছে। গল্পের ঘটনা গুলো হৃদয়পর্শী। বইটি পড়ার আমন্ত্রণ জানাই দেশ-বিদেশের সকল পাঠকদের। তিনি আরো বলেন, আমার বই পড়া মানে আমাকে পড়া। আমার এক একটি নতুন বই আমাকে নিজের কাছেই নতুন করে নিজেকে চিনতে সহায়ক। এবারের অমর একুশে বইমেলার ৫৯৪/৫৯৫ স্টলে বইটি পাওয়া যাবে। বইটির লেখক রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে ¯œাতকোত্তর শেষে আত্রাই উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যায়লে দীর্ঘ দিন শিক্ষকতা করেন। বর্তমানে তিনি উপজেলার কুমঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘ দিন থেকে কর্মরত আছেন। স্কুল জীবন থেকে লেখালেখির জন্য বন্ধু বান্ধবদের কাছে বেশ সমাদৃত তিনি । এবারের প্রকাশিত ‘২৫ বছর পর’ গল্পের বইটি ছিলো তাঁর দ্বিতীয় গল্পের বই। Share this:FacebookX Related posts: নওগাঁর হারিয়ে যাওয়া গৌরব : দুবলহাটি রাজবাড়ি আধুনিক সভ্যতার ছোঁয়ায় বিলুপ্তির পথে প্রতীক ধানের গোলা বহুমুখী সমস্যা ও পৃষ্ঠপোষকতার অভাবে সংকটের মুখে মৃৎ শিল্প চাটমোহরে ধানের বাজারে নেই প্রত্যাশিত দাম, হতাশ কৃষক রাণীনগরে শিক্ষার্থীদের সামনেই শিক্ষিকাকে থাপ্পর মারল দপ্তরী! থানায় মামলা সড়ক নির্মাণ কাজে অনিয়ম, রিপোর্ট করায় ৫ সাংবাদিককে মারধর রাজশাহীতে উপজেলা অতিক্রম করা নিষিদ্ধ নওগাঁয় নারীর মৃতদেহ উদ্ধার আত্রাইয়ের বিভিন্ন স্থানে এমপির রোগমুক্তি কামনা করে দোয়া অনুষ্ঠান লাইফ সাপোর্টে এমপি ইসরাফিল আলম: পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা নওগাঁয় করলা চাষে ভাগ্যের বদল হয়েছে কৃষক জলিলের দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় SHARES Matched Content দেশের খবর বিষয়: ‘২৫বছর পর’নতুন বইপ্রকাশিত হলোফারুক সরকারের