আত্রাইয়ে আরিফ হত্যা মামলায় ৫জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২০ নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে আরিফুল ইসলাম আরিফ (৩৮) নামের এক মাছ ব্যবসায়ীকে জবাই করে হত্যা মামলায় পিতা আবুবক্কর সিদ্দিক ও তার দ্বিতীয় স্ত্রী রাবিয়া বেগম রিতা, চাচা রেজাউল ইসলাম রাঙ্গা ও তার স্ত্রী রেখা এবং আত্রাই মাছ বাজার এলাকার গবিন্দ্রের স্ত্রী বাসন্তিকে আত্রাই থানা পুলিশ আটক করে থানায় নিয়ে গতকাল থেকে মঙ্গলবার দিনভর এই হত্যাকান্ডের মুটিভ উদ্ধারের জন্য দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। বুধবার এ রির্পোট লেখা পর্যন্ত আরিফ হত্যাকান্ডের সাথে জড়িত এমন কোনো রহস্য উদ্ঘাটন করতে পারেনি এমনটাই জানান, মামলার তদন্তকারি কর্মকর্তা গোলাম মোস্তফা। তবে তাদের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে বলে তিনি জানান। যে কোন সময় পুলিশের জালে ধরা পড়তে পারে মাছ ব্যবসায়ী আরিফ হত্যার সাথে সরাসরি জড়িতরা। রবিবার রাতে শয়ন ঘরে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করেছে অজ্ঞাত দূর্বৃত্তরা। এ সময় তার স্ত্রী-সন্তারা কেউই বাড়িতে ছিলোনা। তারা প্রতিদিনের মতো উপজেলা সদরের ভাড়া বাসায় ছিলেন। খবর পেয়ে আত্রাই থানা পুলিশ সোমবার সকালেই মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এঘটনায় নিহত আরিফুল ইসলাম আরিফের স্ত্রী মৌসুমী বেগম বাদি হয়ে আত্রাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা তদন্তকারি কর্মকর্তা ও আত্রাই থানার অফিসার ইনচার্জ (তদন্ত) গোলাম মোস্তফা জানান, আমরা ৫জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছি মামলা তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদ করছি। আশা করছি খুব শীঘ্রয় এই হত্যার রহস্য উদঘাটন হবে। Share this:FacebookX Related posts: আত্রাইয়ে ননদের নির্যাতন সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা আত্রাইয়ে লটারীর মাধ্যমে ইউনিয়ন রক্ষনাবেক্ষণ মহিলা কর্মী নিয়োগ আত্রাইয়ে ১২জন প্রবাসী হোম কোয়ারেন্টাইনে আত্রাইয়ে প্রশাসনের তদারকিতে টিসিবি পণ্য বিক্রয় আত্রাইয়ে কর্মহীনদের পাশে ‘মানবিক খাদ্য সহায়তা কেন্দ্র’ আত্রাইয়ে টিসিবি পণ্যে স্বস্তি ফিরেছে নিন্মআয়ের খেটে খাওয়া মানুষের আত্রাইয়ে সামাজিক দূরুত্ব বাস্তবায়নে মাঠে ওসি মোসলেম উদ্দিন আত্রাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ইলেকট্রিক মিস্ত্রী নিহত আত্রাইয়ে ধানের দাম ভাল পাওয়ায় কৃষকের মুখে হাসি আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে নবম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা আত্রাইয়ে বন্যার পানিতে জেলেদের মাছ শিকারের ধুম পড়েছে আত্রাইয়ে আহসানগঞ্জ হাট সংলগ্ন ব্রিজ হুমকির সম্মুখিন SHARES Matched Content দেশের খবর বিষয়: ৫জনকে জিজ্ঞাসাবাদ করছেআত্রাইয়েআরিফ হত্যা মামলায়পুলিশ