পাবনায় ট্রাকচাপায় বাবা-মেয়ে নিহত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২১ নিজস্ব প্রতিবেদক : পাবনা সদর উপজেলার তারিবাড়িয়া বাজার এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছে।শুক্রবার (০২ এপ্রিল) সকাল নয়টার দিকে এ দূর্ঘটনা ঘটে। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটি আটক করে ভাঙচুর চালায়। নিহতরা হলো-সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চর আশুতোষপুর গ্রামের সেলিম মোল্লার ছেলে আলমগীর হোসেন (৩৬) ও তার মেয়ে সিনহা (৬)। আহত আলমগীর হোসেনের স্ত্রী নাসরিন আক্তার (৩০)। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জানান, পাবনা থেকে মোটরসাইকেলে স্ত্রী-সন্তানকে নিয়ে সুজানগরের দিকে যাচ্ছিলেন আলমগীর হোসেন। পথিমধ্যে তারাবাড়িয়া বাজার এলাকার কাছে রাস্তার পাশে মোটরসাইকেল থামিয়ে মোবাইলফোনে কথা বলছিলেন তিনি। এ সময় বালু পরিবহণ করা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-৯৭১৪) পেছন থেকে তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা আলমগীর ও মেয়ে সিনহা মারা যায়। পরে গুরুতর আহত নাসরিন খাতুনকে উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় স্থানীয়রা। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। এ সময় পালিয়ে যায় ট্রাকের চালক ও হেলপার। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটিতে ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। Share this:FacebookX Related posts: চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা মেয়ে নিহত পাবনায় কৃষকের ধান কেটে দিলেন স্বেচ্ছাসেবক লীগ পাবনায় পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ পাবনায় ঈদ সামগ্রী বিতরণ পাবনায় মোটর শ্রমিকদের আর্থিক সহযোগীতা পাবনায় একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার পাবনায় আটঘরিয়ায় মেছো বাঘের তিনটি ছানা উদ্ধার পাবনায় ‘হাটখালী যুবসমাজ’র উদ্যোগে সড়ক সংস্কার পাবনায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী নিহত : অস্ত্র উদ্ধার পাবনায় বন্যার্তদের মাঝে জেলা যুবলীগের খাদ্য সামগ্রী বিতরণ পাবনায় জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পাবনায় প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে কম্বল বিতরণ SHARES Matched Content দেশের খবর বিষয়: ট্রাকচাপাযপাবনায়বাবা মেয়ে নিহত