আত্রাইয়ে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে অগ্নি সংযোগ : আটক-২ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২০ আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ বিএনপি’র ২ কর্মীকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মনিয়ারী ইউপি কার্যালয় সংলগ্ন স্থানে। জানা যায়, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের আসন্ন উপ-নির্বাচনের প্রচারণার জন্য মনিয়ারী ইউপি কার্যালয় সংলগ্ন স্থানে আওয়ামী লীগ প্রার্থী আনোয়ার হোসেন হেলালের একটি নির্বাচনী অফিস তৈরি করা হয়। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে কে বা কারা ওই কার্যালয়ে অগ্নি সংযোগ করে। পরে স্থানীয় লোকজন আগুন নিভিয়ে দেয়। এ ঘটনায় আত্রাই থানা পুলিশ রাতেই ২ জন বিএনপি কর্মী মনিয়ারী গ্রামের মৃত আকবর আলীর ছেলে বাবলু হোসেন বাবু (৪০) ও শফির উদ্দিন মন্ডলের ছেলে সুমন আলী মন্ডলকে (৩৫) তাদের নিজ বাড়ি থেকে আটক করে। আত্রাই থানার ওসি মোসলেম উদ্দিন বলেন, এ ব্যাপারে আত্রাই থানায় একটি মামলা হয়েছে। ওই মামলায় ২ জনকে গ্রেফতার করে গতকাল বুধবার নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আত্রাই থানা বিএনপির আহবায়ক আব্দুল জলিল চকলেট বলেন, জনমনে ভীতি সৃষ্টির জন্য পরিকল্পিতভাবে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটানো হয়েছে। আর এর দায়ভার বিএনপির উপর চাপিয়ে দেয়া হচ্ছে। Share this:FacebookX Related posts: আত্রাইয়ে ননদের নির্যাতন সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা আত্রাইয়ে লটারীর মাধ্যমে ইউনিয়ন রক্ষনাবেক্ষণ মহিলা কর্মী নিয়োগ আত্রাইয়ে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ে আরও এক যুবকের শরীরে করোনা শনাক্ত, উপজেলায় মোট আক্রান্ত-৬ আত্রাইয়ে কৃষকের ধান কেটে বাড়ি পোঁছে দিল ছাত্রদল আত্রাইয়ে পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী ও ১০ জুয়াড়ি আটক আত্রাইয়ে বৈদেশিক কর্মসংস্থানের দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার আত্রাইয়ে বিষপানে গৃহবধূর আত্মহত্যা আত্রাইয়ে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু আত্রাইয়ে লক্ষাধিক পানিবন্দি মানুষের মানবেতর জীবন যাপন শপথ নিলেন ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান নায়েব বিশ্বাস সুষ্ঠু ও স্বচ্ছ ভোটগ্রহণের স্বার্থে যা যা করার দরকার তা করা হবে-কবিতা খানম SHARES Matched Content দেশের খবর বিষয়: আওয়ামী লীগেরআটক ২আত্রাইয়েনির্বাচনী অফিসে অগ্নি সংযোগ