হাজারো কর্মহীনকে খাদ্য সহায়তা

প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২১

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জে কর্মহীন তাঁতীগোষ্ঠী, হিজড়া সম্প্রদায়, পুরোহিতসহ এক হাজার কর্মহীন শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দিনব্যাপী সিরাজগঞ্জ অফিসার্স ক্লাব, শহীদ এম মনসুর আলী অডিটোরিয়াম ও যুগল কিশোর মন্দিরে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করে নর্থ-ওয়েষ্ট পাওয়ার জেনারেশন কোম্পানী লিমিডেট (এনডব্লিউপিজিসিএল)।

এ সকল ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।

নর্থ-ওয়েষ্ট পাওয়ার জেনারেশন সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্বে) শফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এনডব্লিউপিজিসিএলের পরিচালক আবু নাসের, কেন্দ্রীয় তাঁতী লীগের সভাপতি গোলাম মোস্তফা ও সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হেলাল আহমেদ।

এনডব্লিউপিজিসিএলের প্রধান প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্বে) শফিকুল ইসলাম জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে এনডব্লিউপিজিসিএলের সিএসআর কার্যক্রমের আওতায় জেলার কর্মহীন তাঁতীগোষ্ঠী, হিজড়া সম্প্রদায়, পুরোহিতসহ এক হাজার দুঃস্থ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ১২ কেজি করে চাল, আড়াই কেজি ডাল, তিন কেজি আলু, এক কেজি পেঁয়াজ, দুই কেজি লবন, এক লিটার সয়াবিন তেল ও দুটি সাবান।