রাজশাহীতে খাদ্য সহায়তা পাচ্ছে ৬০ হাজার পরিবার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২০ অনলাইন ডেস্ক : করোনা পরিস্থিতি মোকাবেলায় রাজশাহী জেলা প্রশাসনের খাদ্য সহায়তা পাচ্ছে সাড়ে ৬০ হাজার কর্মহীন পরিবার। এ জন্য বরাদ্দ দেয়া হয়েছে ৬০৭ মেট্রিক টন খাদ্য সামগ্রী। এছাড়া ১৪ লাখ ৫০ হাজার নগদ অর্থ বরাদ্দ করা হয়েছে। রাজশাহী সিটি করর্পোরেশন (রাসিক), উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের মাধ্যমে কর্মহীন মানুষের বাড়িতে এই খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে বলে জানিয়েছেন রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) মো. হামিদুল হক। তিনি জানান, জেলা প্রশাসনের কাছে আরো ১৮৯ মেট্রিক টন চাল ও ৪ লক্ষ ৫ হাজার নগদ অর্থ মজুদ আছে। এর বাইরে স্থানীয় সরকারের তহবীল থেকেও জনপ্রতিনিধিদের মাধ্যমে সহায়তা প্রদান করা হচ্ছে। প্রয়োজনে আগামীতে দরিদ্র পরিবার চিহ্নিত করে চাহিদা সাপেক্ষে সহায়তার পরিমাণ বৃদ্ধি করা হবে। রাজশাহীতে করোনা পরিস্থিতির মোকাবেলার প্রস্তুতি জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে হামিদুল হক এসব তথ্য জানিয়েছেন। গতকাল বুধবার দুপুরে জেলা প্রশসনের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় রাজশাহীবাসীর উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, পরবর্তি নির্দেশনা না দেয়া পর্যন্ত ঘরে থাকুন। যে কোন পরিস্থিতিতে রাজশাহী প্রস্তুত আছে। এ পরিস্থিতি মোকাবেলায় জনগণের সহযোগীতা প্রয়োজন। তিনি বলেন, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ছাড়াও উপজেলা পর্যায়ে ১০টি সরকারি চিকিৎসা কেন্দ্রে ১৬ জন চিকিৎসক ও ১৩ জন নার্সকে প্রস্তুত আছে। ৪৬২ বেডের এসব চিকিৎসা কেন্দ্রে ১১৫টি বেড করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য পৃথকভাবে প্রস্তুত করা হয়েছে। চিকিৎসাকর্মীদের মাঝে ৩৩৭টি পিপিই বিতরণ করা হয়েছে। মজুদ রয়েছে আরো ৬৬৩টি। করোনা পরিস্থিতি মোকাবেলায় মহানগরে ৯ হাজার দরিদ্র পরিবারের মাঝে ৯০ মেট্রিক টন খাদ্য সহায়তা ও নগদ ৩ লাখ ৫ হাজার টাকা দেয়া হেয়ছে। এছাড়াও গোড়াগাড়ীতে ৬ হাজার ৬০০ পরিবারের জন্য ৬৬ মেট্রিক টন, ও নগদ ১ লক্ষ টাকা, তানোরে ৫ হাজার ৪০০ পরিবারের জন্য ৫৪ মেট্রিক টন খাদ্য সহায়তা ও নগদ ১ লক্ষ টাকা, পবায় ৬ হাজার পরিবারের মাঝে ৬০ মেট্রিক টন ও নগদ ১ লক্ষ টাকা দেয়া হয়েছে। এছাড়াও মোহনপুরে ৪ হাজার ২০০ পরিবারের মাঝে ৪২ মেট্রিক টন খাদ্যদ্রব্য ও নগদ ১ লক্ষ টাক, বাগমারায় ১০ হাজার ৮০০ পরিবারের মঝে ১০৮ মেট্রিক টন খাদ্যদ্রব্য ও নগদ ১ লক্ষ টাকা, দুর্গাপুরে ৪ হাজার ৮০০ পরিবারের মধ্যে ৪৮ মেট্রিক টন ও নগদ ১ লক্ষ টাকা, পুঠিয়ায় ৪ হাজার ২০০ পরিবারের মধ্যে ৪২ মেট্রিক টন ও ১ লক্ষ টাকা, চারঘাটে ৪ হাজার ২০০ পরিবারের মাঝে ৪২ মেট্রিক টন ও ১ লক্ষ টাকা এবং বাঘায় ৫ হাজার ৪০০ পরিবারের মাঝে ৫৫ মেট্রিাক টন খাদ্য সহায়াত ও ৩ লাখ ৪৫ হাজার নগদ অর্থ সহায়াত প্রদান করা হয়েছে। হামিদুল হক জানান, স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে দরিদ্র পরিবারগুলোর তালিকা করা হয়েছে। তবে তালিকা নিয়ে কোনো অভিযোগ পাওয়া গেলে সাথে সাথে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। জেলা প্রশাসক জানান, সাপ্তাহিক হাটগুলো বন্ধ করা হয়েছে। তবে নিত্য পণ্যের দ্রব্য সামগ্রীর দোকানগুলো খোলা রাখাতে বলা হয়েছে। তবে কাঁচা বাজারগুলোতে এখনো জনসমাগম হচ্ছে। বিষয়টি নিয়ে ভাবা হচ্ছে। পাইকারি বাজার ও খুচরা বাজার পৃথক করা হয়েছে। পণ্যবাহী পরিহনগুলো চলাচল করছে। সেটি নজরদারিতে রাখা হয়েছে বলেও জানান প্রশাসনের এই কর্মকর্তা। Share this:FacebookX Related posts: রাজশাহীতে পেট্রোলের দোকানে অগ্নিকাণ্ডে দগ্ধ ৩ জনের মৃত্যু রাজশাহীতে আনসার সদস্যকে পেটালো আ.লীগ নেতা রাজশাহীতে উপজেলা অতিক্রম করা নিষিদ্ধ রাজশাহীতে এবার আম বিক্রিতে গুরুত্ব পেয়েছে অনলাইন রাজশাহীতে কাঁচা সড়কে দুর্ভোগে ৩০ গ্রামের মানুষ রাজশাহীতে নতুন করোনা শনাক্ত ১৯৪, সুস্থ ১১৬ রাজশাহীতে বেদে নারীদের চাঁদাবাজি, অতিষ্ঠ মানুষ রাজশাহীতে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত ২ রাজশাহীতে দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা রাজশাহীতে ইভিএম ছিনতাইয়ের ঘটনায় ২১৭ জনের বিরুদ্ধে মামলা রাজশাহীতে মিথ্যা মামলা করে ধরা খেলেন বাদী রাজশাহীতে ১৪জন সেরা করদাতাকে সংবর্ধনা প্রদান SHARES Matched Content দেশের খবর বিষয়: খাদ্য সহায়তাপরিবারপাচ্ছে ৬০ হাজাররাজশাহীতে